ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্রেডিট কার্ডে নীতিমালা সংশোধন করল বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত: ০৬:৩৩, ৪ আগস্ট ২০১৭

ক্রেডিট কার্ডে নীতিমালা সংশোধন করল বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্রেডিট কার্ড নীতিমালা সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। এতে সুদের সর্বোচ্চ হার নির্ধারণের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে ব্যাংকগুলো ভোক্তা ঋণ নয়, অন্য যে কোন ঋণের সর্বোচ্চ সুদের সঙ্গে ৫ শতাংশ সুদ যোগ করে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণের সুযোগ পাবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। জানা গেছে, ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবসার স্বচ্ছতা, সুষ্ঠু পরিচালনা, ঝুঁকি মোকাবিলা এবং গ্রাহকের স্বার্থরক্ষার্থে ১১ মে ক্রেডিট কার্ড সেবাসংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। নীতিমালা অনুযায়ী, ভোক্তা ঋণের যে সুদহার রয়েছে, তার চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি হতে পারবে এর সুদহার। বর্তমানে ব্যাংকগুলোয় ভোক্তা ঋণের সুদহার সর্বোচ্চ ১২ শতাংশ। ফলে ক্রেডিট কার্ডে নতুন সুদহার হবে সর্বোচ্চ ১৭ শতাংশ। এছাড়া নীতিমালায় সুদ হিসাবের পদ্ধতি, বকেয়া পরিশোধের শেষ সময়সীমা গ্রাহককে সুস্পষ্টভাবে অবহিত করার কথাও বলা হয়েছে। ক্রেডিট কার্ডের নীতিমালায় আরও বিধান করা হয়েছে- ক্রেডিট কার্ড পেতে হলে কোন ধরনের ঋণখেলাপী হওয়া যাবে না; পাশাপাশি গ্রাহকের ই-টিআইএন থাকতে হবে। কার্ডে যে ঋণ হবে, তা মেয়াদ শেষ হওয়ার আগে পরিশোধ না করলে গ্রাহক খেলাপী হয়ে পড়বেন। তার নামে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোতে (সিআইবি) প্রতিবেদন পাঠাতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে।
×