ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এডিবির জলবায়ু তহবিল আরও ১২৫ কোটি ডলার বেড়েছে

প্রকাশিত: ০৬:৩৩, ৪ আগস্ট ২০১৭

এডিবির জলবায়ু তহবিল আরও ১২৫ কোটি ডলার বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও প্রকল্প বাস্তবায়নে ৫ বছর মেয়াদী ডুয়াল-ট্রান্স ও ১০ বছর মেয়াদী গ্রিন বন্ড ইস্যু করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এর জন্য তহবিল আরও ১২৫ কোটি ডলার বা ১০ হাজার কোটি টাকা বাড়িয়েছে সংস্থাটি। এডিবি ট্রেজারার পিয়েরে ভ্যান পিটেঘেমের বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ক্রমবর্ধমান গ্রিন বন্ড চাহিদার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় ডুয়াল-ট্রান্স ও প্রথম ৫ বছর মেয়াদী গ্রিন বন্ড প্রস্তাবে সাড়া দিয়েছে এডিবি। এর জন্য জলবায়ু প্রকল্পের তহবিল নতুন করে ১২৫ কোটি ডলার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পিয়েরে ভ্যান পিটেঘেম বলেন, এই গ্রিন বন্ড তহবিল এডিবির সাধারণ পুঁজিবাজারের অর্থায়নে স্বল্প-কার্বন ও জলবায়ু সংক্রান্ত প্রকল্পে সহায়তা করবে এবং কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে। তিরি আরও বলেন, এর মাধ্যমে বিভিন্ন স্তরের যোগ্য ও সক্রিয় বিনিয়োগকারীর কাছে পৌঁছাতে পারবে এডিবি। এভাবেই জলবায়ু পরিবর্তনের প্রভাব বুঝতে সক্ষম উদীয়মান বিনিয়োগকারীদের কাছে পৌঁছতে চাই আমরা। ২০১৫ সালে এডিবির একটি ঘোষণায় বলা হয়েছিল, ২০২০ সালের মধ্যে জলবায়ু সংক্রান্ত বার্ষিক অর্থায়ন তহবিল দ্বিগুণ হয়ে ৬০০ কোটি ডলারে উন্নীত হবে।
×