ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-জাপান কনফারেন্স চিটাগাং চেম্বার সভাপতির সিঙ্গাপুর যাত্রা

প্রকাশিত: ০৬:৩২, ৪ আগস্ট ২০১৭

বাংলাদেশ-জাপান কনফারেন্স চিটাগাং চেম্বার সভাপতির সিঙ্গাপুর যাত্রা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বাংলাদেশ-জাপান বিটুবি কনফারেন্সে যোগদান করতে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো), সিঙ্গাপুর আয়োজিত এই কনফারেন্সে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছে সরকারী ও বেসরকারী পর্যায়ের উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দল। কনফারেন্সের মূল আলোচ্য বিষয় ‘জাপানিজ বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, এনার্জি, ম্যানুফ্যাকচারিং, আইটি এবং আর্থিক খাতে বিনিয়োগ পরিবেশ।’ চিটাগাং চেম্বার সভাপতি সেখানে বাংলাদেশ তথা চট্টগ্রামে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করবেন।
×