ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হার্ডওয়্যার তৈরি করছে ফেসবুক

প্রকাশিত: ০৬:৩২, ৪ আগস্ট ২০১৭

হার্ডওয়্যার তৈরি করছে ফেসবুক

অর্থনৈতিক রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবার হার্ডওয়্যার তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছে তারা। এর মধ্যে ভিডিও চ্যাট ডিভাইস অন্যতম। আসছে ফেসবুক ডেভেলপার সম্মেলনে পণ্যটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ। ভিডিও চ্যাট ডিভাইসের স্ক্রিন থাকবে নোটবুক স্ক্রিনের সমান। সঠিক হিসেবে যার আকার ১২-১৫ ইঞ্চির মতো হতে পারে। এর মাধ্যমে চ্যাট করলে নাকি গ্রাহকরা প্রকৃত আড্ডার স্বাদ পাবেন। ব্যবহারকারীদের মধ্যে ভৌগোলিক দূরত্ব থাকলেও তা দূর করে দেবে ডিভাইসটি। ফলে তারা একই জায়গায় থেকে আলাপের স্বাদ পাবেন।
×