ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সবজিসহ ৪০ পণ্য উৎপাদনে ঋণ সহায়তা

প্রকাশিত: ০৬:৩২, ৪ আগস্ট ২০১৭

সবজিসহ ৪০ পণ্য উৎপাদনে  ঋণ সহায়তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষিভিত্তিক শিল্পের সংশোধিত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে ৪০টি পণ্যকে কৃষিভিত্তিক শিল্প হিসেবে শনাক্ত করা হয়েছে। এসব পণ্যে নারী উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা ছাড়াও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ প্রদান করবে ব্যাংকগুলো। এখন থেকে চিনি ও অন্যান্য মিষ্টিজাতীয় পণ্য উৎপাদনকারী শিল্প, সয়াফুড উৎপাদন ও সয়াবিন প্রসেসিং শিল্প, হার্টিকালচার, ফ্লোরিকালচার, ফুলচাষ, ফুল ও শাকসবজি বাজারজাতকরণেও (লেবু, মাশরুম, পান, মধু ইত্যাদি এ শিল্পের অন্তর্ভুক্ত) মিলবে ঋণ সহায়তা। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা (নারী উদ্যোক্তাসহ) এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা এবং ইসলামী শরিয়াহভিত্তিক অর্থায়নের বিপরীতে পুনঃঅর্থায়ন তহবিল সংশ্লিষ্ট কৃষিভিত্তিক শিল্পের তালিকা সংশোধন করা হয়েছে। আগের ৩৭টি কৃষিভিত্তিক শিল্প খাতের সঙ্গে নতুন করে ৩টি শিল্পখাত সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, আগের ৩৭টি কৃষিভিত্তিক শিল্পখাতের সঙ্গে নতুন করে চিনি ও অন্যান্য মিষ্টিকারক পণ্য উৎপাদনকারী শিল্প; সয়াফুড উৎপাদন ও সয়াবিন প্রসেসিং শিল্প; হার্টিকালচার, ফ্লোরিকালচার, ফুলচাষ, ফুল ও শাকসবজি বাজারজাতকরণ সংযুক্ত করা হয়েছে। ফলে এ খাত তিনটিও এখন থেকে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এলো। জানা গেছে, প্রক্রিয়াকরণকৃত ফরজাত খাদ্য (জ্যাম, জেলি, জুস, আচার, শরবত, সিরাপ, সস ইত্যাদি) উৎপাদনকারী শিল্প; ফল (টমেটো, আম, পেয়ারা, ইক্ষু, কাঠাল, লিচু, আনারস, নারিকেল ইত্যাদি) শাক-সবজি ও ডাল প্রক্রিয়াকরণ; ব্রেড এ্যান্ড বিস্কুট, সেমাই, লাচ্ছা, চানাচুর, নুডলস ইত্যাদি প্রস্তুতকরণ, আটা, ময়দা, সুজি প্রস্তুতকরণ, মাশরুম, স্পিরুলিনা প্রক্রিয়াকরণ, স্টার্চ, গ্লুকোজ, ডেক্সট্রোজ এবং অন্যান্য স্টার্চ পণ্য উৎপাদনকারী শিল্প; দুগ্ধ প্রক্রিয়াকরণ, আলু থেকে নানা ধরনের খাদ্য প্রস্তুত হারবাল ও ইউনানি ওষুধ প্রস্তুত, কৃষি যন্ত্রাংশ তৈরি চা প্রক্রিয়াকরণ, ফুল সংরক্ষণ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন, পাটজাত পণ্য প্রস্তুত, জৈব সার তৈরি, মৌমাছি, মাশরুম ও রেশম চাষ, কাঠ, বাঁশ ও বেতের আসবাব তৈরিসহ ৩৭টি খাতকে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ সহায়তা দেয়া হতো। তবে এখন আরও ৩টি খাত যুক্ত হওয়ায় কৃষিভিত্তিক শিল্পখাতের সংখ্যা ৪০ টিতে দাঁড়ালো।
×