ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোলার এনার্জির ব্যাকপ্যাক

প্রকাশিত: ০৬:২৩, ৪ আগস্ট ২০১৭

সোলার এনার্জির ব্যাকপ্যাক

কাজের জন্য হয়ত সারাদিন আপনাকে বাইরেই থাকতে হবে আর এ অবস্থায়ই আপনার স্মার্টফোন কিংবা ল্যাপটপটি জানাল আর মাত্র ২০ ভাগ চার্জ আছে। এখন উপায়? এ ধরনের ঝামেলা থেকে মুক্তি দিতে লাইফপ্যাক তৈরি করেছে এমন এক ব্যাকপাক, যা হাঁটার সময়ই সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুত তৈরি করতে পারে। মূলত এটি যারা দুর্গম জায়গায় কাজ করে থাকে তাদের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছে। চার রঙে পাওয়া যাবে এ ব্যাগ। দাম রাখা হয়েছে ১২৯ ডলার। সূত্র : ডেইলি মেইল পানি নিরোধক হেডফোন শাওয়ার হেড থেকেই গান শোনার সুযোগ দেবে ‘বিডেটফোরমি’ মিউজিক। ব্লুটুথ প্রযুক্তির পানি নিরোধক শাওয়ার হেডটি দিয়ে পানি পড়লেও স্পষ্ট গান শোনা যাবে। স্মার্টফোনের সঙ্গে যুক্ত থাকায় চাইলে কলও ধরা যাবে। ইউএসবি কেবল সুবিধার স্পিকারটির দাম ৩৩ ডলার। সূত্র : বিবিসি
×