ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাসুদ মুস্তাফিজ

মায়াজলে চোখ লুকোলে ক্ষতি কী

প্রকাশিত: ০৬:০৯, ৪ আগস্ট ২০১৭

মায়াজলে চোখ লুকোলে ক্ষতি কী

আলোর পেছনে নিশ্চুপ ছিমছাম কালো অন্ধকার বেঁচে থাকে সামনে কিংবা আগে থাকলে দোষের কীÑ খাঁচার ভেতর পাখি রাখলে মনের বিদুষী ভয় আসতেই পারে এখানে হৃদয়ের এমন দোষ কীÑ জলের ভেতর অদৃশ্যের যন্ত্রণা-গভীরে ক্ষত, বাড়তেই পারে অতলে লম্বা পা কাটতেই পারে মায়াজলে মন লুকোলে ক্ষতি কী কালোর সঙ্গে শাদার প্রভাব, দেদারই বাড়ছে ফারাক বন্ধুর সঙ্গে শত্রুতা-দুঃখের সঙ্গে সুখের প্রবণতা গোলমিলিয়ে যাচ্ছে দ্যাখিÑতাতে এমন কীসের ক্ষতি জোনাকির আলোয় অন্ধকার যৌবনা হচ্ছে আর তোমার জৌলুসটুকু চিনে নিতে সুষমা বাতাসের মানা কী বাঁশির সুরে না হয় সুখ পোড়ালে-পাপের অধুনাবুকের শীত ভাঙলে বালেশ^রের খাঁ খাঁ মাঠে পতিত শূন্যতায় শরমের ঈশ^র হয়ে উঠলে এই মন্তাজ আকাশের রাখিকরা হাত ছুঁলে কী কিংবা নাই বা জানলে! বনের মধ্যে রঙিনঢিল ছুড়লে, অবলা মেয়ের হৃদছিদ্রে চোখ রাখলে অথবা কাঁপলে যতি ছিঁড়ে গতি হারালে কার কী ক্ষতি! কারও জানা নাই বা থাকলো, তাতে দোষের কীই বা হলো ক্ষতি কী! ক্ষতি কী!
×