ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রেজওয়ান তানিম

বদল

প্রকাশিত: ০৬:০৮, ৪ আগস্ট ২০১৭

বদল

পদছাপ মুছে গেছে বলে বিক্ষত তটরেখা না বলা বেদনায় মুখ লুকিয়ে কাঁদছে। এদিকে অন্তর্গত ক্ষয়রোগ জানান দিচ্ছে হতাশায়Ñ এ হাত পুড়েছে বার বার, পরাজিত প্রেমের অগ্নিতৃষ্ণায়। ক্ষত নিয়ে ডুবে যাচ্ছি নিজস্ব বালির মন্দিরে! যতবার বদলেছি ক্ষতস্থানের উপশম, ওষুধমাখা গজকাপড়; ততবার মনে হয়েছে ধীরে ধীরে যেন সাপ হয়ে গেছি। বদলাচ্ছি খোলস। কি আশ্চর্য! নিজস্ব বিবর্তনেই এখন মুগ্ধতার গান শুনি। এমনকি যে অবিশ্বাস অন্ধকারের নামে পড়তে শিখিয়েছিল আমাকেÑ প্রশ্নই শাশ্বত; সেও মেলাতে পারে না কিছুতেই, অচেনা মনে করে। কে আমি? আমি কি তবে ভুলে যাওয়া মায়ামন্ত্র দিন বা কল্পনার অনেক আগামী? অথবা রোদের রঙ, আর ভুলে যাওয়া কবিতার ছায়াসঙ্গম! হয়ত বদলই আমি, আমিই অভিশাপ।
×