ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাতারবাড়ি বিদ্যুত প্রকল্প দুর্নীতি মামলায় আরও ৫ জন কারাগারে

প্রকাশিত: ০৫:১৫, ৪ আগস্ট ২০১৭

 মাতারবাড়ি বিদ্যুত প্রকল্প  দুর্নীতি মামলায় আরও ৫ জন কারাগারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুত প্রকল্পের ২০ কোটি টাকা দুর্নীতি মামলায় আরও পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে কক্সবাজারের স্পেশাল জজ আদালতের বিচারক ও জেলা জজ মীর সফিকুল আলম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পাঁচজনের মধ্যে রয়েছেন- জেলা পরিষদ সদস্য রুহুল আমিন, ধলঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু, আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মুহিবুল ইসলাম। দুদকের আইনজীবী সিরাজ উল্লাহ জানান, মাতারবাড়ি কয়লাবিদ্যুত প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির বিপরীতে ভুয়া মালিকানা তৈরি করে ক্ষতিপূরণের প্রায় ২০ কোটি টাকা আত্মসাত করেন মামলার আসামিরা। আরও তিন কোটি টাকার চেক ইস্যু করা হলেও পরে ওই টাকা উদ্ধার করা হয়। টাকাগুলো উদ্ধারের জন্য তৎকালীন ভূমি হুকুম-দখল কর্মকর্তা মাহমুদুর রহমান ৩৬ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর ১০৪০/২০১৪। মামলায় তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, এডিসি জাফরকেও আসামি করা হয়। তাদের দুই দফায় কারাগারে যেতে হয়েছে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। তিনি জানান, গত ৩ জুলাই কক্সবাজার জেলা জজ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন দুদকের তদন্ত কর্মকর্তা ছৈয়দ আহমেদ রাসেল। বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এদিকে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, এডিসি জাফর ছাড়া অন্য আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। তবে অভিযোগ গঠন হওয়ায় ওই জামিনের মেয়াদ শেষ হয়ে যায়। এজন্য তারা উচ্চ আদালতের নির্দেশমতে অভিযোগ গঠনের দিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোরে নির্দেশ দেয়।
×