ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এবার মাথা জোড়া লাগা শিশুর অপারেশনের প্রস্তুতি

প্রকাশিত: ০৫:১৪, ৪ আগস্ট ২০১৭

এবার মাথা জোড়া লাগা শিশুর অপারেশনের প্রস্তুতি

জনকণ্ঠ ডেস্ক ॥ জোড়ালাগা দেহ থেকে মুক্তি পেতে পারে পাবনার রাবেয়া ও রোকেয়া। মাথা জোড়া লাগা এক বছরের যমজ দুই শিশুর অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকরা। অপারেশনের ঝুঁকি বেশি হওয়ায় সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার পর বিদেশ থেকে অভিজ্ঞ সার্জন আনা হবে। এদিকে দুই যমজ সন্তানকে নিয়ে উৎকণ্ঠায় আছেন তার পরিবার। দুই শিশুর মাথা আলাদা করার জন্য এরই মধ্যে গঠন করা হয়েছে ১২ সদস্যের মেডিক্যাল টিম। তবে চিকিৎসকরা জানিয়েছেন, জোড়া মাথা অস্ত্রোপচার ঝুঁকি অনেক বেশি। এ বিষয়ে বিএসএমএমইউ’র শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. রুহুল আমিন জানান, ব্রেইনটা জোড়া লাগানো মনে হচ্ছে। এটি একটি জটিল কেস। এখন আমাদের প্ল্যান হচ্ছে এই দুই শিশুর টোটাল ইভেলুয়েন করব। এরপর আমরা সিদ্ধান্ত নেব। আসলে আমরা কি করতে পারি?
×