ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবীণ সাংবাদিক মেজবাহুজ্জামান আর নেই

প্রকাশিত: ০৫:০৬, ৪ আগস্ট ২০১৭

প্রবীণ সাংবাদিক মেজবাহুজ্জামান আর নেই

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, দৈনিক জনকণ্ঠের সাবেক জয়েন্ট নিউজ এডিটর মেজবাহুজ্জামান বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর মিরপুর নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি অধুনালুপ্ত দৈনিক বাংলার নিউজ এডিটর ছিলেন। খবর বাসসর। জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন মেজবাহুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা বলেন, মেজবাহুজ্জামানের মৃত্যুতে জাতি একজন দেশবরেণ্য সাংবাদিককে হারালো। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। এদিন বাদ আছর মোহাম্মদপুরের তাজমহল রোডের কবরস্থান মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মেজবাহুজ্জামান বরিশাল জেলার শিবপুর, পাদ্রি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা-মরহুম মোখলেসুর রহমান, মাতা- মরহুমা সাফিয়া বেগম। তিনি ১৯৬০ সালের আগস্টে দৈনিক সংবাদে কর্মজীবন শুরু করেন। তিনি বিএ ডিগ্রী অর্জন করেন। পরে তিনি ডিপ্লোমা ইন জার্নালিজম (হাঙ্গেরি) কোর্স করেন।
×