ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হারুনার রশিদ খান মুন্নু চিরনিদ্রায় শায়িত

প্রকাশিত: ০৫:০৫, ৪ আগস্ট ২০১৭

হারুনার রশিদ  খান মুন্নু চিরনিদ্রায়  শায়িত

স্টাফ রিপোর্টার ॥ চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট শিল্পপতি হারুনার রশিদ খান মুন্নু। সাত জায়গায় জানাজা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের গিলন্ড গ্রামের মুন্নু সিটির পারিবারিক গোরস্তানে তার লাশ দাফন করা হয়। এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, ধামরাইয়ের মুন্নু সিরামিক কারখানা, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সৈয়দ কালুশাহ কলেজ মাঠ, মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজ মাঠ, হরিরামপুর উপজেলার পাটগ্রাম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ এবং সর্বশেষ মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতাল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রতিটি জানাজায় বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের অসংখ্য মানুষ অংশ নেন। উল্লেখ্য, মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মানিকগঞ্জের মুন্নু সিটির নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে হারুনার রশিদ খান মুন্নু মারা যান। মৃত্যুর সময় মুন্নুর বড় মেয়ে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা যুক্তরাজ্যে অবস্থান করছিলেন। তিনি বুধবার দেশে ফিরে আসেন। হারুনার রশিদ মুন্নু ১৯৯১ ও ১৯৯৬ সালে মানিকগঞ্জ-১ আসন থেকে এবং ২০০১ সালে মানিকগঞ্জ-২ ও ৩ আসন থেকে বিএনপির টিকেটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ক্ষমতায় গেলে তাকে দফতরবিহীন মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনার রশিদ খান মুন্নুর লাশবাহী কফিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হলে নেতাকর্মীরা কফিনে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খানসহ সিনিয়র নেতারা প্রথমে কফিনটি দলীয় পতাকা দিয়ে ঢেকে দেন। এর পর অন্য নেতাকর্মীরা কফিনে ফুল দিয়ে কফিনে শ্রদ্ধা জানান। সেখানে হারুনার রশিদ খান মুন্নুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যদের মধ্যে অংশ নেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, তৈমুর আলম খন্দকার, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দলের নেতা শাহজাদা মিয়া, ফরহাদ হালিম ডোনার, বদরুজ্জামান খসরু, আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, সেলিম ভূঁইয়া, মীর সরফত আলী সপু, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আমিরুজ্জামান খান আলিম, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, কাজী আবুল বাশার, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ। নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জানাজা শেষে হারুনার রশিদ খান মুন্নুর মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেয়া হয়। বেলা সাড়ে ১১টার দিকে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জে।
×