ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গাজীপুরে তুচ্ছ ঘটনায় কিশোর খুন

প্রকাশিত: ০৫:০৩, ৪ আগস্ট ২০১৭

গাজীপুরে তুচ্ছ ঘটনায় কিশোর খুন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে বৃহষ্পতিবার বিকেলে ফার্নিচার ব্যবসায়ী এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাকে বাঁচাতে গিয়ে হত্যাকারীদের ছুরিকাঘাতে অপর এক ব্যক্তি আহত হয়েছে। এসময় এক সন্ত্রাসীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহতের নাম রতন মিয়া (১৭)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকার সালাহ উদ্দিন ওরফে সেলা মিয়ার ছেলে। জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের লক্ষ্মীপুরা এলাকার চা-পুরি বিক্রির একটি দোকানের বেঞ্চে বসাকে কেন্দ্র করে বিকেলে রতনের সঙ্গে সাগর ও লিমন নামের দু’যুবকের বাকবিত-া ও ধাক্কাধাক্কি হয়। সাগর গাজীপুর সিটি কর্পোরেশনের মারিয়ালী কলাবাগান এলাকার কামাল হোসেনের ছেলে এবং লিমন একই এলাকার সুলতান উদ্দিনের ছেলে। বাকবিত-ার এক পর্যায়ে রতনকে জাপটে ধরে রাখে সাগর। এসময় লিমন ওই দোকান থেকে পিঁয়াজ কাটার ছুরি নিয়ে রতনের কাঁধের সামনে ও পেছনে এবং পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। রতনকে বাঁচাতে এলাকাবাসী এগিয়ে এলে লিমন অপর এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে রতন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে সাগরকে আটক করে এবং আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী আটক সাগরকে (১৮) ছোরাসহ পুলিশের কাছে সোপর্দ করে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে লিমন পলাতক রয়েছে। নিহতের বাবা সালাউদ্দিন জানান, হত্যাকারী লিমন ও সাগর থানা পুলিশের সোর্সের কাজ করে। তারা বিকেলে রতনকে ডেকে কলাবাগান এলাকায় নিয়ে খুন করে। জমি নিয়ে বিরোধের কারণে তারা দীর্ঘদিন ধরে নানাভাবে হয়রানি করে আসছিল। ইতেপূর্বে তারা একাধিকবার হত্যারও হুমকি দিয়েছে।
×