ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

প্রকাশিত: ০৫:০৩, ৪ আগস্ট ২০১৭

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক মোহাম্মদ মেহেদী হাসানসহ তার পরিবারকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছেন এক ইউপি চেয়ারম্যান। এমনকি ওই সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি ৫৭ ধারায় একটি মামলাও দায়ের করা হয়েছে। সাংবাদিক মেহেদী হাসানের প্রাণনাশের হুমকিদাতাকে গ্রেফতার ও ৫৭ ধারায় দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বরিশালের সাংবাদিক সমাজ। মেহেদী হাসান বলেন, গত রবিবার রাতে (০১৭১১-৩৮৮৬৬৯) নাম্বার মোবাইল ফোন থেকে অজ্ঞাতনামা ব্যক্তি আমাকে ফোন করে বলে ‘তুই আমার নামে পত্রিকায় লিখেছিস কেন, আমি তোকে ও তোর বাবাকে যেখানে পাব সেইখানে বসেই মেরে ফেলব’। এ ঘটনায় মেহেদী হাসান গত ৩১ জুলাই বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি আরও জানান, সম্প্রতি সদর উপজেলার চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশের পর তিনি (ইউপি চেয়ারম্যান) হাসানকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছেন। এমনকি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি গত ১৮ জুলাই বরিশাল বন্দর থানায় ৫৭ ধারায় একটি মামলাও দায়ের করেছেন। যশোর যশোর থেকে প্রকাশিত দৈনিক স্পন্দনের খুলনার ডুমুরিয়া প্রতিনিধি ও সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় দায়ের করা মামলার বাদী সুব্রত কুমার ফৌজদারকে শোকজ করা হয়েছে। বুধবার দৈনিক স্পন্দন পত্রিকার পক্ষ থেকে তিনদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। দৈনিক স্পন্দন পত্রিকার নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু বুধবার সকালে শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। জানতে চাইলে দৈনিক স্পন্দনের সহ-সম্পাদক এইচআর তুহিন বলেন, ‘অফিসের অনুমতি ছাড়াই একজন সাংবাদিক হয়ে কেন অপর একজন সাংবাদিকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করলেন এ বিষয়ে কারণ দর্শাতে ডুমুরিয়া প্রতিনিধি সুব্রত কুমার ফৌজদারকে নোটিস দেয়া হয়েছে। বুধবার শোকজ নোটিস পাঠানো হয়েছে। তিনদিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।
×