ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সৈয়দ হক ও রুদ্রর কবিতাসন্ধ্যা ‘পাঁজরে দাঁড়ের শব্দ’

প্রকাশিত: ০৫:০৩, ৪ আগস্ট ২০১৭

সৈয়দ হক ও রুদ্রর কবিতাসন্ধ্যা ‘পাঁজরে দাঁড়ের শব্দ’

স্টাফ রিপোর্টার ॥ বৃষ্টিস্নাত সন্ধ্যায় বসেছিল কবিতাপাঠের আয়োজন। কবিতার শিল্পিত উচ্চারণে স্মরণ করা হলো প্রয়াত দুই প্রখ্যাত কবিকে। পঠিত হলো তাঁদের দু’জনের নির্বাচিত কবিতা। আবৃত্তিশিল্পীদের শিল্পিতরা দলবেঁধে পড়ে শোনালেন সব্যসাচী কবি সৈয়দ শামসুল হক ও রুদ্র মুহম্মদ শহীদুল্লার কবিতা। দুই কবির কবিতা নিয়ে সাজানো আবৃত্তি প্রযোজনার শিরোনাম ছিল ‘পাঁজরে দাঁড়ের শব্দ’। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে অনন্য এ আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি। সৈয়দ শামসুল হকের ‘পরাণের গহীন ভিতর’ এবং রুদ্র মুহম্মদ শহীদুল্লার ‘মানুষের মানচিত্র’ আলোকে বাংলা সাহিত্যের মাটিঘেঁষা আঞ্চলিক কবিতা নিয়ে এ প্রযোজনাটির মঞ্চায়ন হয়। প্রযোজনাটি আগে মঞ্চায়িত হলেও নতুন আঙ্গিকে পরিবেশিত হয় এদিন। মানুষের হৃদয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েন, ভালবাসা, বেদনার এক অপূর্ব আখ্যান ‘পরাণের গহীন ভিতর’। অন্যদিকে জীবনের দ্বন্দ্ব, আঘাত, বেঁচে থাকার সংগ্রাম, দারিদ্র্যের এক অনিন্দ্য সুন্দর অথচ রুঢ় বাস্তবসত্য বয়ন ‘মানুষের মানচিত্র’। দুটি কাব্যগ্রন্থ থেকে এমনি নানা বিষয় উঠে আসে কবিতাগুলোই আবৃত্তি করেন শিল্পীরা। প্রযোজনাটির নির্দেশক আবৃত্তিকার শিমুল মুস্তাফা বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ও বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের ভিতরকার যে কথাগুলো এই দুই কবি তাদের লেখায় তাই বলতে চেয়েছেন। সম্পূর্ণ গ্রামীণ আবহে সাজানো এ প্রযোজনাটি সে কথাগুলোই দর্শকদের সামনে তুলে ধরছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই আবৃত্তি প্রযোজনায় আবৃত্তি করেন শিমুল মুস্তাফা, লায়লা নওশিন, রায়হান নাসিফ, ফাহমিদা আজাদ, মাহমুদুল হাকিম তানভীর, দীনা মিত্র, পল্লব গোপ, তামান্ন সিদ্দিকী ইউনা, শারমিন সুলতানা, অলি আহমদ পল্লব, রাবেয়া রশিদ স্বপ্না, জয় শিকদার, তানভীর আনজুম, তানিয়া আফরিন, আবেদ হোসেন ও ফাহমিদা সূচনা। শিল্পকলায় দুই নাটকের মঞ্চায়ন বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো দুটি নাটক। একটি সুবচনের নাটক ‘প্রণয় যমুনা’, অন্যটি থিয়েটারওয়ালা রেপার্টরির ‘জবর আজব ভালোবাসা’। দুটি নাটকই ঢাকার মঞ্চে সাম্প্রতিক সংযোজন। রাধা আর কৃষ্ণের প্রেম আখ্যান প্রেমিক যুগলদের আজও আলোড়িত করে। সেই অমর প্রেমলীলাকে উপজীব্য করে সুবচন নাট্য সংসদের নতুন নাটক ‘প্রণয় যমুনা’। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাধাকৃষ্ণ’ উপন্যাস অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সুবচনের ৩৭তম প্রযোজনাটির মঞ্চায়ন হলো। এদিকে পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় থিয়েটারওয়ালা রেপার্টরির নতুন প্রযোজনা ‘জবর আজব ভালোবাসা’। আন্তন চেখভের নাটক অবলম্বনে এটি অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। তিনটি চরিত্রে সাজানো প্রযোজনাটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। নাটকটির তিনটি চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ হোসেন, সংগীতা চৌধুুরী ও রামিজ রাজু। গণগ্রন্থাগারে পাঁচ তরুণ আবৃত্তিশিল্পীর কবিতাসন্ধ্যা কবিতা যেন ব্যক্তিগত উচ্চারণ। কিন্তু কখনও কখনও এটা ব্যক্তির পাঠের গ-ি পেরিয়ে শত মানুষের মনে ছাপ ফেলে। আবৃত্তিকারের মুন্সিয়ানায় কবিতা হয়ে ওঠে অনেক মানুষের কণ্ঠস্বর। বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচ তরুণ আবৃত্তিশিল্পীর উচ্চারণে বাংলা কবিতা ধ্রুপদী কবিতার পংক্তিমালা অনুরণিত হলো শ্রোতার হৃদয়ে। সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে পাঁচ তরুণ শিল্পীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘আবৃত্তি পঞ্চম’ শিরোনামের আবৃত্তিসন্ধ্যা। এ পাঁচ আবৃত্তিকার হলেনÑ হাসিনা মোস্তাফিজ বহ্নিশিখা, মোঃ আবু সুফিয়ান, নূর-এ-জান্নাত চৌধুরী, শহিদুল ইসলাম রাজু ও হু-এ-জান্নাত। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন কথা আবৃত্তি চর্চা কেন্দ্রের সভাপতি আবৃত্তিকার ভাস্বর বন্দোপাধ্যায়। এরপর আবৃত্তিকাররা একে একে আবৃত্তি করেন তাদের কবিতা। ‘আবৃত্তি পঞ্চম’ এ প্রযোজনার নিদের্শনা দিয়েছেন আশরাফুল হাসান বাবু।
×