ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:৩১, ৪ আগস্ট ২০১৭

টুকরো খবর

সেন্ট মার্টিনে ৩ লাখ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কোস্টগার্ড জওয়ানরা টেকনাফের সেন্ট মার্টিনে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা ও ট্রলারসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে এ অভিযান চালায় কোস্টগার্ড। বৃহস্পতিবার দুপুরে টেকনাফ কোস্টগার্ড স্টেশনে সংবাদ সম্মেলনে স্টেশন কমান্ডার লে. কমান্ডার জাফর আলম সজীব বলেন, ভোরে সেন্ট মার্টিনের ছেঁড়াদ্বীপের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর পয়েন্টে মিয়ানমার থেকে একটি মাছ ধরার ট্রলার সন্দেহজনক জলসীমা অতিক্রম করছে দেখে জওয়ানদের নিয়ে অভিযান চালানো হয়। ট্রলারটি ধরতে তিন রাউন্ড ফাঁকা গুলিও করা হয়। এরপর ট্রলারটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন অংশে লুকানো অবস্থায় ১৫ কোটি টাকার তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই সময় মিয়ানমারের ছয় নাগরিককে (রোহিঙ্গা) আটক করা হয়। আটক রোহিঙ্গারা হলোÑ মংডু থানার মেয়রকূলপাড়ার নাজির আহমদ, রহিম উল্লাহ, করিম, এনামুল হোসেন, রফিক ও ফারুক। চট্টগ্রাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, চট্টগ্রাম নগরীতে পৃথক অভিযানে নয় হাজার ১শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে এক নারীও রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের সদস্যরা। জানা গেছে, অভিযানগুলো পরিচালিত হয় নগরীর কোতোয়ালি থানার নিউমার্কেট, ফিরিঙ্গিবাজার এবং সদরঘাট এলাকায়। এর মধ্যে নিউমার্কেটের সামনে থেকে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয় সালাম এবং গুলবাহার নামের দুজনকে। তাদের বাড়ি যথাক্রমে কক্সবাজারের টেকনাফ এবং চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায়। পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে শোভন (৬) ও নাহিদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা মামাতো ও ফুফাতো ভাই। নিহত শোভন ওই গ্রামের মাহের আলী এবং নাহিদ একই গ্রামের ময়নুল ইসলামের ছেলে। জানা গেছে, ময়দানহাটা ইউনিয়ননের মুকুরজান গ্রামের ওই দুই শিশু বাড়ির সামনে পুকুর পাড়ে খেলছিল। বেলা ১১টার দিকে শোভন পুকুরে পড়ে যায়। এ সময় তাকে বাঁচানোর জন্য শিশু নাহিদ পুকুরে ঝাঁপ দেয় এবং সেও ডুবে যায়। গ্রামবাসী তাদের লাশ উত্তোলন করেন। কলাপাড়ায় ভূমি প্রশাসনকে দুর্নীতিমুক্ত ঘোষণা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩ আগস্ট ॥ কলাপাড়ার সহকারী কমিশনার বিপুল চন্দ্র দাস (ভূমি) প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে দুর্নীতিমুক্ত ঘোষণা করলেন। ‘সততা আন্দোলন’ নামে স্লোগানের মধ্য দিয়ে বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার বিপুল চন্দ্র দাস তার ২৯ কর্মকর্তা-কর্মচারীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সেবা নিতে এলে কোন ধরনের হয়রানি করা যাবে না, ঘুষ-দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন গঠনে সহকারী কমিশনারের এমন প্রশংসনীয় উদ্যোগকে সবাই স্বাগত জানিয়েছেন। প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মীর উপস্থিতিতে কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম সাদিকুর রহমান এই সততা আন্দোলনের শপথ পাঠ করান। সড়ক দুর্ঘটনায় রাজবাড়ীতে চালক নিহত নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী, ৩ আগস্ট ॥ সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর বাজারে বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম (৪০) নামে এক নসিমনচালক নিহত হয়েছে। তার বাড়ি একই ইউনিয়নের উজান খানখানাপুর গ্রামে। ঝালকাঠিতে টমটমযাত্রী নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, সদর উপজেলার ছত্রকান্দা এলাকার সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৫-১৬ যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। পাথরঘাটা থেকে বরিশালগামী বাস ওই স্থানে একটি টমটমকে ধাক্কা দেয় এবং টমটমটি ছিটকে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় টমটমের যাত্রী মজিবর রহমানকে বাসটি চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। বাউফলে ছেলের পাতা বিদ্যুতের ফাঁদে মারা গেলেন মা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ আগস্ট ॥ ছেলের পাতা বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা গেলেন মা জয়নব বিবি (৬০)। বাউফল সদর ইউনিয়নের অলিপুরা গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। জানা গেছে, মুরগির ফার্মে শিয়ালের আক্রমণ ঠেকাতে ঘটনার দিন রাতে কালাম মুন্সী বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রাত ১১টার দিকে তার মা জয়নব বিবি ওই মুরগির ফার্মে খাবার দিতে গিয়ে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মারা যান। ওই সময় ছোট ছেলে আবুল হোসেন মাকে খুঁজতে মুরগির ফার্মে গিয়ে বিদ্যুতিক ফাঁদে জড়িয়ে আহত হন। বেঙ্গল টাইগারের ভাস্কর্য উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বৃহস্পতিবার বেলা ১১টায় মহানগরীর রয়্যাল চত্বরে রয়্যাল বেঙ্গল টাইগারের ভাস্কর্য উদ্বোধন করা হয়েছে। নগরীর সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে বেসরকারী মোবাইল ফোন অপারেটর কোম্পানি বাংলালিংকের অর্থায়নে ১০ লাখ টাকা ব্যয়ে এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়। প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান ফিতা কেটে ও বেলুন উড়িয়ে নবনির্মিত এ ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে কেসিসির প্যানেল মেয়র রুমা খাতুন, নগর পরিকল্পনা ও উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর আশফাকুর রহমান কাকন, কাউন্সিলর মোঃ মাহবুব কায়সার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সততা স্টোর উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৩ আগস্ট ॥ সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসন ও স্থানীয় বিদ্যালয়সমূহের আয়োজনে বৃহস্পতিবার সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। পৃথক পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক।আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পৌর মেয়র আব্দুল ওহাব, ইউএনও আরিফুজ্জামান, দুদক জেলা কার্যালয়ের সহকারী-পরিচালক শেখ গোলাম মাওলা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম শাহজাহান প্রমুখ।
×