ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শ্রীনগরে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৯, ৪ আগস্ট ২০১৭

শ্রীনগরে ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে তৃতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন হয়েছে। ধর্ষক আজিজুল হাওলাদারকে গ্রেফতার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় শ্রীনগর উপজেলা চত্বরের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন), শ্রীনগর উপজেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে। এ সময় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেনÑ মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম। এছাড়াও অংশ নেন সুশাসনের জন্য নাগরিক (সুজন), শ্রীনগর উপজেলা শাখার সহসভাপতি আবদুল জলিল পাঠান, সাধারণ সম্পাদক ডাঃ মাসুম খান, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন হোসেন, মনির হোসেন, জসিম মোল্লা, শহিদুল ইসলাম বাবু, দীল মোহাম্মদ, মজিব মাঝি, পরশ খান, মোঃ আজিম, রফিকু ইসলাম, সোহেলসহ দলমত-নির্বিশেষে সাধারণ জনগণ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক, শ্রীনগর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হালিম মাস্টার। ট্রাকে কিশোরী ধর্ষণ ॥ চালক হেলপার রিমান্ডে স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ গাজীপুর থেকে নারায়ণঞ্জগামী চলন্ত ট্রাকে কিশোরীকে পালাক্রমে ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত ট্রাকের চালক মেহেদী হাছান ও হেলপার সোহান ওরফে তুহিনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় পুলিশ এই দুইজনকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করলে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করে। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার রাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জ বাজার এলাকা থেকে চালক মেহেদী হাছানকে ও বৃহস্পতিবার ভোরে সাভার থেকে হেলপার সোহান ওরফে তুহিনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ধর্ষিতা কিশোরী বাদী হয়ে গ্রেফতারকৃত দুইজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।
×