ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ ॥ সর্দার নিহত

প্রকাশিত: ০৪:২৮, ৪ আগস্ট ২০১৭

হবিগঞ্জে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ ॥ সর্দার  নিহত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৩ আগস্ট ॥ বৃহস্পতিবার ভোরে উপজেলা বানিয়াচঙ্গের শিবপাশা সড়কের দীঘিরপাড় আঞ্জন এলাকায় পুলিশের সঙ্গে সশস্ত্র ডাকাত দলের বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার সাইফুল ইসলাম ঝিলিক (৩২) নিহত হয়েছে। আহত হয়েছে পুলিশের ৩ এসআইসহ অন্তত ৭ জন। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে বানিয়াচঙ্গ উপজেলাধীন ইউসুফপুর গ্রামের বাসিন্দা ইছমত মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার ওই ঝিলিকসহ তার অপর সহযোগী মন্তাজকে আটক করা হয়। পরে ঝিলিকসহ আটক সহযোগীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সংশ্লিষ্ট চক্রের অন্যান্য সদস্যের নাম-ঠিকানা ও অবস্থান জানতে পারে পুলিশ। এরই প্রেক্ষিতে পুলিশ ঝিলিককে নিয়ে ডাকাতদের ধরতে বৃহস্পতিবার ভোর সোয়া ৩ টার দিকে একই উপজেলার আঞ্জন দিঘীরপাড় সংলগ্ন ব্রিজ এলাকায় পৌঁছামাত্র ডাকাত দলের সদস্যরা ঝিলিককে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সর্দার ঝিলিক আহত হয়। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১টি পাইপগান, ৩ রাউন্ড কার্তুজ, ৮টি গুলির খোসা ও ৪টি রামদা উদ্ধার করা হয়। এদিকে নবাগত পুলিশ সুপার বিধান ত্রিপুরা বলেছেন, জঙ্গী-সন্ত্রাস,ডাকাতি, যৌন হয়রানির বিরুদ্ধে এখন থেকে জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করা হবে। এসব সমূলে উৎপাটন করা হবে।
×