ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পটিয়ায় দিনমজুর ও যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৭, ৪ আগস্ট ২০১৭

পটিয়ায় দিনমজুর ও যুবকের লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, পটিয়া থেকে জানান, পটিয়া থানা-পুলিশ দুইটি লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রাম থেকে কামাল উদ্দিন (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ এবং একইদিন দুপুরে কেলিশহর ইউনিয়নের শান্তি নিকেতন এলাকার রুপম দেব (৪৫) নামের এক দিনমজুরের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানান, দুপুরে উপজেলার কেলিশহর ইউনিয়নের শান্তিনিকেতন এলাকার বাবুল ভট্টচার্য্যের পুুকুরে দিনমজুর রুপম দেবের লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পরে পটিয়া থানার সেকেন্ড অফিসার এসআই কামাল হোসেনসহ একদল পুলিশ লাশটি উদ্ধার করে। অপরদিকে, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন এলাকা থেকে ঝুলন্ত যে লাশটি উদ্ধার করা হয়েছে পুলিশ এ রির্পোট লেখা পর্যন্ত কোন ক্লু বের বের করতে পারেনি। কামাল আশিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওমর আলীর পুত্র। নিহত কামাল ছোটকাল থেকে নানার বাড়ি নাইখাইন গ্রামে থাকতেন। কিশোরগঞ্জে দিনমজুর নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, জেলার পাকুন্দিয়ায় আঃ সালাম (৩৫) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ মধ্যপাকুন্দিয়া গ্রামের ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ভদেরা গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে আঃ সালাম পার্শ্ববর্তী মধ্যপাকুন্দিয়া গ্রামের কৃষক হেলাল উদ্দিনের বাড়িতে দিনমজুরের কাজ করত। বুধবার বিকেল থেকে সালাম বাড়ির পাশে ক্ষেতে ধানের চারা রোপণের কাজ করছিল। পরে সন্ধ্যায় সে আর বাড়ি ফিরে যায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির লোকজন ধান ক্ষেতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। কালকিনিতে দুই তরুণী নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর থেকে জানান, কালকিনিতে ফারজানা খানম (১৩) ও সুমি আক্তার (১৭) নামের দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। বুধবার রাতে ওই দুইজনের লাশ একই সময় উদ্ধার করেন। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য তাদের লাশ মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, উপজেলার সিডিখান এলাকার ডিমচড় গ্রামের রাঙ্গা মিয়ার মেয়ে সুমি আক্তার তার পরিবারের সঙ্গে অভিমান করে নিজ ঘরের আড়ার গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।অপরদিকে সাহেবরামপুর এলাকার আন্ডারচড় গ্রামের আনোয়ার শিকদারের মেয়ে ফারজানা নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
×