ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:২৬, ৪ আগস্ট ২০১৭

সন্ত্রাসীদের গ্রেফতার দাবিতে সংবাদ সম্মেলন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ প্রশাসনের গড়িমসির প্রতিবাদে ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের কদমতলীর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি মনির হোসেন খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী। বক্তারা অভিযোগ করে বলেন, চাঁদা চেয়ে না পাওয়ায় জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ছোট ভাই খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, শ্রমিক লীগ নেতা নুরুন্নবী মঙ্গলবার বিকেলে জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়ার ওপর হামলা করে। পুলিশ চিহ্নিত সন্ত্রাসীদের নামে মামলা গ্রহণে গড়িমসি করছে। জঙ্গীবিরোধী র‌্যালি স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বৃহস্পতিবার সকালে বিএনসিসি সদস্যরা জঙ্গীবাদ, নারী নির্যাতন ও মাদকবিরোধী র‌্যালি করেছে। চারটি শিক্ষা প্রতিষ্ঠানের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে র‌্যালি বের করে। র‌্যালি উদ্বোধন করেন সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। এ সময় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ইমাম আহসান,৩৩ বিএনসিসি মহাস্থান ব্যাটালিয়ন এ্যাডজুটেন্ড মেজর মোবাশ্বের হোসেন চৌধুরী, প্লাটুন কমান্ডার জহুরুল ইসলাম ও প্লাটুন কমান্ডার আখতারুজ্জামান। চৌগাছায় স্কুল ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছার নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় এ উপলক্ষে স্কুল মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ মিশ্র জয়। অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজান কবীর, চৌগাছা পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, জেলা পরিষদ সদস্য দেওয়ান তৌহিদুর রহমান।
×