ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

স্ত্রী হত্যার অভিযোগে সিআইডি কর্মকর্তার ফাঁসি দাবি

প্রকাশিত: ০৪:২৪, ৪ আগস্ট ২০১৭

স্ত্রী হত্যার অভিযোগে  সিআইডি কর্মকর্তার  ফাঁসি দাবি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ স্ত্রী হত্যার অভিযোগে সিআইডি কর্মকর্তা আজিজুল হক সবুজের ফাঁসির দাবিতে যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। নিহত মরিয়ম আক্তার পারুলের বাবা-মা, ভাই ও দুই সন্তানের উপস্থিতিতে বৃহস্পতিবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বজনদের দাবি, গত ২০ জুলাই ঢাকায় কর্মরত সিআইডি কর্মকর্তা আজিজুল হক সবুজ তার স্ত্রীকে যশোরের বাসায় পিটিয়ে হত্যা করে লাশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। তবে ওই কর্মকর্তার দাবি তার স্ত্রী আত্মহত্যা করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মরিয়ম আক্তার পারুলের ভাই জিয়াউর রহমান অভিযোগ করেন, গত ২০ জুলাই আমার ছোট বোন মরিয়ম আক্তার পারুলকে নির্মমভাবে খুন করেছে তার স্বামী সিআইডি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক সবুজ। বর্তমানে তিনি হেড অফিসের কন্ট্রোল রুমে কর্মরত আছেন। পুলিশে কর্মরত থাকায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। একই সঙ্গে খুনের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করেতে পুলিশ প্রশাসনকে ব্যবহারের চেষ্টা করছে। পুলিশও তাকে গ্রেফতার করছে না। আজিজুল হক সবুজের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
×