ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাটোর-বগুড়া সড়কে বাস চলাচল বন্ধ ॥ মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৩, ৪ আগস্ট ২০১৭

নাটোর-বগুড়া সড়কে বাস চলাচল বন্ধ ॥ মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩ আগস্ট ॥ জেলা বাস-মিনিবাস ও মোটর মালিক সমিতির দ্বন্দ্বের জেরে নাটোর-বগুড়া মহাসড়কে বাস মিনিবাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে নাটোর-বগুড়া মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস-মিনিবাস চলাচল বন্ধ করে দেয় নাটোর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। ফলে এই রুটের বিকল্প হিসেবে নাটোর থেকে সিরাজগঞ্জ চৌরাস্তা রুট দিয়ে রাজশাহী-রংপুর-দিনাজপুর-বগুড়া ও বরিশাল-খুলনা-কুষ্টিয়াসহ দক্ষিণের জেলায় যাতায়াতকারী যাত্রীদের বাস চলাচল অব্যাহত রয়েছে। ফলে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন জেলার দূর-দূরান্তে গমনকারী সাধারণ যাত্রী। এদিকে গাড়ি চলাচল বন্ধের প্রতিবাদে নাটোর বাস-মিনিবাস মালিক সমিতি কর্তৃক অবৈধভাবে চাঁদা আদায়, কাউন্টার ভাংচুর ও বাস শ্রমিকদের মারধর করার প্রতিবাদে সকাল ১০টায় সিংড়া পৌরসভা বাস টার্মিনাল এলাকায় মানববন্ধন করেছে জেলা মোটর মালিক সমিতি। এ সময় দ্রুত সমস্যার সমাধান চেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন মোটর মালিক সমিতির নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মোটর মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাসান ইমাম ও সিংড়া ক্রাক কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি এসএম বাদলসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
×