ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সংস্কারের অভাবে কাজে আসছে না সেতু

প্রকাশিত: ০৪:২৩, ৪ আগস্ট ২০১৭

সংস্কারের অভাবে  কাজে আসছে না সেতু

চট্টগ্রাম অফিস/ বোয়ালখালী সংবাদদাতা ॥ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের অভাবে কাজে লাগছে না আড়াই কোটি টাকার সেতু। সেতুটি নির্মিত হওয়ার প্রায় সাড়ে পাঁচ বছর পরও কাটছে না জনদুর্ভোগ। স্থানীয়রা জানান, উপজেলার বেঙ্গুরা স্টেশন থেকে পৌর গোমদ-ী তুলাতল পর্যন্ত রেললাইনের পাশঘেঁষে আসা সড়কটি পিচ করা। এ সড়ক পূর্ব কালুরঘাট পর্যন্ত বিস্তৃত থাকলেও বাকিটা মেঠো রাস্তা। রেলওয়ে সেতুর পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে নির্মাণ করা হয় সড়ক সেতু। বর্তমানে পৌরসভার ৪নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ড ও ২নং ওয়ার্ডের অংশে রয়েছে এ সড়কটি। সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা থেকে পৌর সদরের তুলাতল পর্যন্ত গাড়ি চলাচল করলেও বাকি পথে বেহাল দশার কারণে গাড়ি চলাচল দূরে থাক হেঁটে চলাচল করা দায় বলে জানিয়েছেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক স্থানীয় বাসিন্দা নুরুল গণি শাহ। বোয়ালখালী পৌর মেয়র হাজী আবুল কালাম আবু বলেন, এ সড়ক সংস্কার করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে এর কাজ শুরু হবে বলে জানান তিনি।
×