ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে মুক্তিযোদ্ধা যাচাইয়ে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৪:২৩, ৪ আগস্ট ২০১৭

দিনাজপুরে মুক্তিযোদ্ধা যাচাইয়ে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। পরে মুক্তিযোদ্ধারা দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। মানববন্ধন কর্মসূচী ও সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, দিনাজপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করা হয়নি। মুক্তিযোদ্ধাদের উন্মুক্ত যাচাই-বাছাই করার কথা থাকলেও সেটি হচ্ছে না। আবার মুক্তিযোদ্ধা না এমন ব্যক্তিরা যাচাই-বাছাই কমিটিতে অন্তর্ভুক্ত ছিল, যা বিধান পরিপন্থী এবং সরকারের সিদ্ধান্তের পরিপন্থী। পাশাপাশি যেসব মুক্তিযোদ্ধার বিষয়ে অভিযোগ দেয়া হয়েছে এমন ২৬৯ জনকে যাচাই-বাছাই বোর্ডে উপস্থাপন করা হয়নি। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, অনেকেই রয়েছেন যারা রাজাকার। অথচ তারা ভারতীয় মুক্তিযোদ্ধাদের নাম ভাঙ্গিয়ে মাসিক ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছেন। অথচ যাচাই-বাছাই বোর্ড এ বিষয়ে সঠিকভাবে যাচাই-বাছাই করেনি। মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, লাল মুক্তিবার্তা বইটিকে মুক্তিযোদ্ধাদের হাদিস/আসমানি কিতাব বা দলিল বলে গণ্য হলেও এই বইটিতে ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছে এবং অনেক ভারতীয় ভলিয়মধারী প্রকৃত এফএফ মুক্তিযোদ্ধাদের নাম বাদ পড়েছে। এ সময় মুক্তিযোদ্ধারা জেলার ১৩ উপজেলার মনগড়া যাচাই-বাছাই বাতিল করা, উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আলাদা গেজেট প্রকাশ করা, সেনাবাহিনীর মাধ্যমে ভারতীয় তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের নতুন গেজেট প্রকাশ, পূর্ণাঙ্গ যাচাই-বাছাই সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচন না দেয়াসহ ১৮ দফা দাবি উত্থাপন করেন। এসব কর্মসূচীতে মুক্তিযোদ্ধা অধিকার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আলহাজ আবু হায়াত কুদরতে খোদা প্রমুখ উপস্থিত ছিলেন।
×