ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় সড়ক বেহাল ॥ ঘটছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৪:২১, ৪ আগস্ট ২০১৭

নেত্রকোনায় সড়ক বেহাল ॥ ঘটছে দুর্ঘটনা

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ধারণ ক্ষমতার অতিরিক্ত পণ্য পরিবহন এবং দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জেলার অতি গুরুত্বপূর্ণ কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কটি এখন চাষের জমিতে পরিণত হয়েছে। সড়কের বেশিরভাগ অংশের পিচ-সুড়কি উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। আর এসব গর্ত ও খানাখন্দের ওপর দিয়ে চলতে গিয়ে প্রায় সময় আটকে পড়ছে যানবাহন। ঘটছে দুর্ঘটনা। জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা থেকে কলমাকান্দা সদর পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাধীন সড়কটি নানা কারণে গুরুত্বপূর্ণ। কলমাকান্দা থেকে জেলা সদরসহ বিভিন্ন অঞ্চলে যাতায়াতের একমাত্র সড়ক এটি। প্রতিদিন শত শত শিক্ষার্থী এ সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করে। এলাকার ব্যবসা-বাণিজ্যও নির্ভর করে এ সড়কটির ওপর। তাছাড়া শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কটি অনেক আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দুর্গাপুর উপজেলার লোকজনও জেলা সদরে যাতায়াতের জন্য এখন এ সড়কটি ব্যবহার করেন। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমণপিপাসুরা এ সড়ক দিয়ে দুর্গাপুর-কলমাকান্দার পাহাড়ী জনপদ এবং আদিবাসীদের জীবনধারা দেখতে যান। এছাড়াও এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত ট্রাকের সাহায্যে দুর্গাপুর ও কলামাকান্দার বিভিন্ন নদীর সিলিকা বালি এবং কয়লা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। সরেজমিন ঘুরে দেখা গেছে, ২১ কিলোমিটার দীর্ঘ সড়কের প্রায় ১৮ কিলোমিটারই ভেঙ্গে গেছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা উড়াদীঘি, নিশ্চিন্তপুর, ধলপুর, তেঘরিয়া, হিরাকান্দা, গোমাই, আশারানী, পাবই, গুতুরা, পাঁচউড়া, বাহাদুরকান্দা এলাকা। এসব এলাকা রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। সওজ বিভাগের স্থানীয় নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার জানান, আপাতত ইট, খোয়া ও বালু দিয়ে সড়কটি সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
×