ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতির বিচার থেকে রেহাই পেলেন মিচেল তিমার

প্রকাশিত: ০৩:৩২, ৪ আগস্ট ২০১৭

দুর্নীতির বিচার থেকে রেহাই পেলেন মিচেল তিমার

পার্লামেন্টে প্রয়োজনীয় ভোট না পাওয়ায় দুর্নীতির অভিযোগে বিচারের হাত থেকে রেহাই পেয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্টে মিচেল টিমার। বিবিসি। ৫১৩ আসন বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষে দুর্নীতির অভিযোগের বিচারের দুই-তৃতীয়াংশ অর্থাৎ ৩৪২টি ভোটের প্রয়োজন ছিল। বুধবার মিচেলের বিরুদ্ধে বিচার শুরুর পক্ষে ভোট পড়ে ২৬৩টি, বিপক্ষে ২২৭টি ভোট। ভোট চলাকালে পার্লামেন্টে ব্যাপক হট্টগোল হয়, এমপিরা একে অপরের সঙ্গে বাকযুদ্ধ এবং জাল টাকা ছোড়াছুড়ি করছিলেন। ইহুদীবিরোধী মন্তব্যের জের ইহুদী ও নারীবিরোধী মন্তব্য করায় সানডে টাইমসের কলামিস্ট কেভিন মেয়ার্স চাকরি হারিয়েছেন। পত্রিকার আইরিশ সংস্করণে একটি নিবন্ধ প্রকাশের পর ওই কলামিস্ট বরখাস্ত হন। কেভিন মেয়ার্স তার ওই নিবন্ধে লিখেছিলেন, ক্লদিয়া উইঙ্কলম্যান ও ভ্যানেসা ফেলৎজ ইহুদী হওয়ার সুবাদে বিবিসিতে কাজ করে বেশি অর্থ উপার্জন করছেন। নিবন্ধটি প্রকাশের পর ইহুদীবাদী একটি গ্রুপ নিউজ ইউকের কাছে অভিযোগ করে। ইন্ডেপেন্ডেন্ট শেষ দিনের চিঠি ভারতের রাষ্ট্রপতি হিসেবে শেষদিনে প্রণব মুখার্জী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে একটি চিঠি পান। চিঠিতে রাষ্ট্রপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান মোদি। হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালবাসাপূর্ণ চিঠিটি প্রণবকে এতটাই মুগ্ধ করে যে তিনি দুই পাতার চিঠি শেষ পর্যন্ত ব্যক্তিগত টুইটারে শেয়ার করেন। -টাইমস অব ইন্ডিয়া
×