ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় তৃতীয়বারের মতো অস্ত্রবিরতি অঞ্চল প্রতিষ্ঠা

প্রকাশিত: ০৩:৩০, ৪ আগস্ট ২০১৭

সিরিয়ায় তৃতীয়বারের মতো অস্ত্রবিরতি  অঞ্চল প্রতিষ্ঠা

সিরিয়ার উত্তরের হোমস প্রদেশে দেশটির সরকারী বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি কাযর্করের ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশঙ্কভ জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় ১২টা থেকেই এ চুক্তি কার্যকর হবে, এবং এতে উভয়পক্ষই একে অপরের বিরুদ্ধে কোনগুলো না ছোড়ার ব্যাপারে সম্মত হয়েছে। জুলাইয়ের ৩১ তারিখে মিসরে বসে হোমসে অস্ত্রবিরতি চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত হয়। এ নিয়ে সিরিয়ার যুদ্ধকবলিত চারটি অঞ্চলের মধ্যে ৩টিতেই অস্ত্রবিরতি চুক্তি কার্যকর করলো রাশিয়া। কোনাশঙ্কভ জানান, হোমস প্রদেশে দুপক্ষের মাঝে দুটি তল্লাশি এবং তিনটি পযবের্ক্ষণ চৌকি স্থাপন করবে রাশিয়ার মিলিটারি পুলিশ। কয়েকদিন আগেও হোমসের উত্তরাংশে বিদ্রোহীদের অবস্থানে বিমান ও কামান থেকে ব্যাপক বোমা বর্ষণ করছিল দেশটির সরকারী বাহিনী। ইসলামিক স্টেটসহ আসাদ বিরোধী বিদ্রোহীরা ২০১২ সালে এ অঞ্চল দখল করে নেয়। গত মাসে যুক্তরাষ্ট্র এবং জর্ডানের সঙ্গে অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে দক্ষিণের আরও একটি এলাকায় অবস্থান নিয়েছে রুশ মিলিটারি পুলিশ।এএফপি।
×