ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

চীন-মার্কিন সম্পর্ক এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে ॥ টিলারসন

প্রকাশিত: ০৩:৩০, ৪ আগস্ট ২০১৭

চীন-মার্কিন সম্পর্ক এখন এক সন্ধিক্ষণে  দাঁড়িয়ে ॥ টিলারসন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন সতর্কতা উচ্চারণ করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক এখন এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। তিনি বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি দেশের মধ্যে প্রকাশ্য সংঘাত পরিহারে উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার পররাষ্ট্র দফতরের এক বিরল ব্রিফিংয়ে রিপোর্টারদের বলেন, চার দশকের বেশি সময় ধরে চলে আসা দীর্ঘ সময়ের সংঘাতমুক্ত পরিস্থিতির পর দেশের সম্পর্ক এক সন্ধিক্ষণে এসে পৌঁছেছে। টিলারসন বলেন, এখন প্রশ্ন হচ্ছে, চীনের সঙ্গে এ সম্পর্কে কীভাবে সঞ্চায়িত করা উচিত আমাদের এবং কীভাবে নিশ্চিত হব যে, দুই দেশের ও বিশ্বের কল্যাণে অর্থনৈতিক সমৃদ্ধি অব্যাহত থাকবে। আমাদের মধ্যে কোথায় মতভেদ রয়েছে তা নিরূপণেই বা আমরা নিশ্চিত হব কীভাবে? কারণ, আমাদের মধ্যে মতভেদ থাকবে। আমরা এসব মতভেদের অবসান ঘটাব এমনভাবে যেখানে কোন প্রকাশ্য সংঘাতের সৃষ্টি হবে না। ডোনাল্ড ট্রাম্প কিম জং উনের লাগাম টেনে ধরার সহায়তার জন্য বেজিংকে সম্মত করানোর জন্য এ পর্যন্ত যেসব নিষ্ফল উদ্যোগ নিয়েছেন তার উল্লেখ করে টিলারসন বলেন, আমরা উত্তর কোরিয়ায় পরিস্থিতির মতো বিষয়গুলোর মধ্য দিয়ে এ সম্পর্ক পরীক্ষা করেছি। এ বৈশ্বিক হুমকি নিরসনে অভিন্ন উদ্দেশ নিয়ে আমরা কি একসঙ্গে কাজ করতে পারি? দক্ষিণ চীন সাগরে এবং বাণিজ্যে কোথায় আমাদের মধ্যে মতভেদ রয়েছে তা নিয়ে প্রকাশ্য সংঘাত এড়িয়ে আমরা কি উদ্যোগ নিতে পারি না এবং আমাদের জন্য প্রয়োজনীয় সমাধান বের করতে পারি না? নিউইয়র্কের এশিয়া সোসাইটিতে যুক্তরাষ্ট্র-চীনবিষয়ক কেন্দ্রের প্রধান অরভিল সেল বলেন, টিলারসনের মন্তব্য বলার শিষ্টাচার মাত্র। আমাদের মধ্যে বিচ্ছিন্নতা তো বেড়েই চলেছে। ১৯৭২ সালে রিচার্ড নিক্সন ও মাও সেতুং দুই দেশের মধ্যে সম্পর্কে পুনঃপ্রতিষ্ঠার পর বিশ্বের সবচেয়ে এ জনবহুল দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কয়েক দশক ধরে স্বাভাবিক পর্যায়ে থেকেছে। বর্তমানে বেশকিছু আভাস পাওয়া যাচ্ছে, আমরা বৈরিতার পথ আর বুঝি এড়াতে পারছি না। ট্রাম্প শনিবার টুইটারে চীনের সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, তার বোকা পূর্বসূরি চীনকে বাণিজ্যে বছরে শত শত কোটি ডলার আয় করার অনুমতি দিয়েছেন। সেন বলেন, আমার মনে হয়, আমরা সন্ধিক্ষণেরও বেশি জটিল পরিস্থিতিতে চলে গেছি। -বিবিসি।
×