ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল বিষয়’

প্রকাশিত: ০৮:০৪, ৩ আগস্ট ২০১৭

‘বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল বিষয়’

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল বিষয়। এটি ছাড়া সঠিক সাংবাদিকতা সম্ভব নয়। গণমাধ্যমে সত্যের অপলাপ ও ফরমায়েশি সাংবাদিকতা কাম্য নয়। অপসাংবাদিকতা সমাজ, দেশ তথা মানব সভ্যতাকে কলুষিত করে। সত্যের জয় সবসময় নিশ্চিত। বঙ্গবন্ধু সত্যের এই মাধ্যমেই একটি স্বাধীন রাষ্ট্র স্থাপন করতে পেরেছিলেন। তাই সত্য প্রকাশ করা ও সত্য অনুসন্ধান করাই সাংবাদিকতার একমাত্র কাজ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এসব কথা বলেন। বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, ইমেরিটাস অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, অধ্যাপক আখতার সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে ‘জনগণের সঙ্গে বঙ্গবন্ধুর মিথস্ক্রিয়া : মাধ্যম ও প্রতিপাদ্য’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। প্রধান অতিথির বক্তব্যে আরেফিন সিদ্দিক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র লক্ষ্য ছিল মানবতার কল্যাণ। তাঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে যোগাযোগের সকল তত্ত্বের প্রয়োগ ছিল। মূল প্রবন্ধে সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন গণমাধ্যম বান্ধব মহান রাজনৈতিক নেতা ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করতেন। কারও সঙ্গে তিনি রুঢ় আচরণ করেননি। তাঁর বিরুদ্ধে যারা কলম ধরেছিলেন তাদেরও তিনি অসম্মান করেননি। ১৯৬২ সালের ২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা কোর্স চালুর মধ্যদিয়ে বিভাগটি যাত্রা শুরু করেছিল। বর্তমানে এখানে স্নাতক, স্নাতকোত্তর ও এমফিল কোর্স চালু আছে।
×