ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাজারে আসছে বিসিএসআইআর উদ্ভাবিত ভেজিটেবল ঘি

প্রকাশিত: ০৬:০২, ৩ আগস্ট ২০১৭

বাজারে আসছে বিসিএসআইআর উদ্ভাবিত ভেজিটেবল ঘি

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) উদ্ভাবিত ভেজিটেবল ঘি প্রসেসটি ২ আগস্ট পরিষদের সদস্যের (উন্নয়ন) অফিস কক্ষে স্থানীয় শিল্প উদ্যোক্তা মেসার্স নিউ চট্টলা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ মনজুর আলম ও মোঃ আফসার উদ্দিন, মোঃ আলমগীর হোসেন, পরিচালকবৃন্দের কাছে ইজারা চুক্তিপত্র হস্তান্তর করেন গোলাম রব্বানী সদস্য (উন্নয়ন) বিসিএসআইআর। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন বিসিএসআইআর সচিব খলিলুর রহমান এবং ইজারা গ্রহীতা মেসার্স নিউ চট্টলা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজী মোঃ মনজুর আলম। প্রসেসটি উদ্ভাবনকারী বিজ্ঞানী হলেন ড. সেলিনা খান এবং রেজাউল করিম। বিজ্ঞপ্তি স্মরণীয় হয়ে থাকল এবারের সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা ওয়েস্টিন হোটেলে শেষ হয়েছে সামাজিক ব্যবসার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক মিলনমেলা ‘সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিট- ২০১৭’। গত ৩০ ও ৩১ জুলাই দুই দিনব্যাপী এ সামিট অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ যুক্তরাষ্ট্র ও নরওয়ের রাষ্ট্রদূত। দুই দিনের সম্মেলনের বিভিন্ন অংশ জুড়ে ছিল সামাজিক ব্যবসা কিভাবে নারীর স্বাস্থ্য, কৃষিব্যবস্থা, শিক্ষা, বিশ্বায়ন এমনকি আর্সেনিক দূষণের মতো জাতীয় সমস্যাকে সমাধান করতে সক্ষম তার চিত্রায়ন। সোশ্যাল বিজনেস ইয়ুথ এ্যালায়েন্স গ্লোবাল (এসবিওয়াইএ গ্লোবাল) এবার অতীতের ধারাবাহিকতা অক্ষুণœ রেখে কিছুটা ভিন্ন আঙ্গিকে এবং বৃহৎ কলেবরে এ সম্মেলনের আয়োজন করে। পানি নিয়ে সিম্পোজিয়াম বাংলাদেশ জার্নাল অব সায়েন্টিফিক এ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিজেএসআইআর) কর্তৃক আয়োজিত একটি সিম্পোজিয়াম সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ঢাকাতে অনুষ্ঠিত হয়। এই সিম্পোজিয়ামের টাইটেল স্পন্সর হিসেবে ছিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পানি বিশুদ্ধকারী ব্র্যান্ড, পির্ওইট। ‘পানি সুরক্ষার জন্য পরিবেশগত রসায়ন’ বিষয়ক এই সিম্পোজিয়ামে ৮৯টি গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হয়। ওই সিম্পোজিয়ামে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক দেশী ও বিদেশী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিসিএসআইআরের চেয়ারম্যান ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সিম্পোজিয়ামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি
×