ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এস্তোনিয়ার রাস্তায় চালকবিহীন বাস

প্রকাশিত: ০৫:৫৯, ৩ আগস্ট ২০১৭

এস্তোনিয়ার রাস্তায় চালকবিহীন বাস

দীর্ঘদিন থেকে চালকবিহীন গাড়ির কথা শোনা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার পরীক্ষামূলকভাবে এস্তোনিয়ার রাজধানী তালিনে নেমেছে একজোড়া চালকবিহীন বাস। তিনদিন কোন দুর্ঘটনা ছাড়া তালিনের রাস্তায় এ বাস চলেছে। এতে শখের বশে অনেক যাত্রী যাতায়াত করেছে। গাড়িতে কোন চালক না থাকলেও গাড়ির মধ্যে একজন গাইড ছিল। তিনি যাত্রীদের নানা প্রশ্নের জবাব দেন। গাড়ি দুটিতে কোন চালক না থাকলেও এগুলো যথাসময়ে গন্তব্যে পৌঁছে। প্রতিটা বাস তৈরিতে খরচ হয়েছে এক লাখ ইউরো। প্রাথমিকভাবে এস্তোনিয়ার একটি বেসরকারী প্রতিষ্ঠান এগুলো তৈরি করেছে। আগস্ট মাস পর্যন্ত বাস দুটি রাস্তায় চলবে। বিবিসি অবলম্বনে।
×