ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় পাঁচ ব্যাংক কর্মকর্তাসহ আহত ২০

প্রকাশিত: ০৫:৫৭, ৩ আগস্ট ২০১৭

সাতক্ষীরায় পাঁচ ব্যাংক কর্মকর্তাসহ আহত ২০

স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, কালীগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে পাঁচ ব্যাংক কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা-শ্যামনগর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার পাওখালি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। হোসনে আরা নামের এক মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আহত ব্যাংক কর্মকর্তারা হলেন অগ্রণী ব্যাংকের শ্যামনগর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এনামুল তারেক, একই অফিসের প্রিন্সিপাল অফিসার প্রবীর সরকার, সিনিয়র অফিসার কালীগঞ্জ মিজানুর রহমান, একই শাখার কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক ও সিনিয়র অফিসার মফিজুল ইসলাম। শাহজাদপুরে শ্রমিক নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, শাহজাদপুরে বুধবার ভোর ৬টায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া গ্রামের ফজলু প্রামানিকের ছেলে ট্রাংকলরী শ্রমিক মনি (১৭) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। জানা গেছে, সকালে বাইসাইকেল যোগে নিজ কর্মস্থল বাঘাবাড়ী যাওয়ার পথে পাবনা-সিরাজগঞ্জ মহাসড়কে গঙ্গাপ্রসাদে পৌঁছালে পাবনা থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী কোচ তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
×