ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫৬, ৩ আগস্ট ২০১৭

টুকরো খবর

মোরেলগঞ্জে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে বুধবার দুপুরে পুটিখালী ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা শাহচান মিয়া শামীমের অপসারণের দাবিতে মিছিল হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মাওলানা আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শাকিলের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, ছাত্রলীগ সভাপতি শেখ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্ছা সেবক লীগ আহ্বায়ক মনিরুজ্জামান হাওলাদারসহ দলের নেতাকর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা চেয়ারম্যানকে ‘দুর্নীতিবাজ’ আখ্যা দেন এবং তাকে দল থেকেও বহিষ্কারের দাবি জানান। এ ছাড়াও চেয়ারম্যান শামীমের বিরুদ্ধে অনাস্থা দানকারী ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম মল্লিক, সাবরিন জাহান, মান্নান হাওলাদার মিন্টুসহ পরিষদের ১১সদস্য এ সময় উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিক্ষুকের টাকা আত্মসাত, ঈদের বিশেষ ভিজিএফের ১০টন চাল আত্মসাত, চৌকিদার পদে চাকরি দিতে ১ লাখ ২০হাজার টাকা ঘুষ গ্রহণ, শালিস ব্যবস্থায় বাদী-বিবাদীর নিকট থেকে টাকা আদায়, ফেয়ার প্রাইজ, মৎস্য, বিধবা, বয়স্ক ভাতার কার্ড প্রদানে টাকা আদায়ের অভিযোগ এনে অনাস্থা দিয়েছেন পরিষদের ১১ সদস্য। তারা ওই চেয়ারম্যানের অপসারণ দাবি করেছেন। বরিশালে এসআই ক্লোজড স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলামকে এয়ারপোর্ট থানা থেকে ক্লোজ করা হয়েছে। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে এসআই মাইনুল ইসলামকে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। সূত্র মতে, মঙ্গলবার রাতে নগরীর মুসলিম গোরস্তান রোডের একটি ফ্ল্যাট বাড়িতে এক ব্যবসায়ী তার স্ত্রী ও ক্লোজ হওয়া পুলিশ অফিসারকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ তোলেন। ঘটনার সময় ওই ব্যবসায়ী ফ্ল্যাটের প্রধান দরজার বাইরে থেকে তালা ঝুলিয়ে দিয়ে পুলিশকে খবর দেয়। রাত ১১টায় মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার, এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল ঘটনাস্থল পরিদর্শন করলেও মূল বিষয়টি পুলিশের পক্ষ থেকে খোলাসা করা হয়নি। এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল বলেন, তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। পুলিশের ওপর হামলা ॥ আটক ১৯ স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ইয়াবা প্রতিরোধে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে ইয়াবা কারবারিরা। ২৪ হাজার ইয়াবাসহ ১৯ জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে হ্নীলা এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, পুলিশ টেকনাফে ইয়াবা প্রতিরোধে হ্নীলা এলাকায় অভিযানকালে মাদককারবারির একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও আত্মরক্ষার্থে ১৪ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মাদককারবারিরা পালিয়ে যায়। অভিযানে ২৪ হাজার ইয়াবাসহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে হোসেন আহমদ মেম্বার, বাবুল মেম্বারের স্ত্রীসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ ইয়াবা বিক্রেতা ও একাধিক মামলার পলাতক আসামিও আছে। নিখোঁজ দুই ছাত্রীর একজনের মৃতদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুর বাঁকখালী নদীর কচ্ছপিয়া নাপিতেরচর পয়েন্টে গোসল করতে গিয়ে নিখোঁজ দুই ছাত্রীর মধ্যে ৪৫ ঘণ্টা পর শারমিন আক্তারের (৯) মৃতদেহ পাওয়া গেছে। বুধবার দুপুরে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরবর্তী গর্জনিয়া ডেঙ্গারচর তীরে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থনীয়রা। খবর পেয়ে পরিবারের স্বজনরা পরনের জামা দেখে শনাক্ত করেন। পরে ডুবুরি দল ও পুলিশ সদস্যরা মৃতদেহটি উদ্ধার করে। ৩১ জুলাই বিকেল ৩টায় নাপিতেরচরের জহির আলমের মেয়ে রোজিনা আক্তার (১০) ও গর্জনিয়া মিয়াজিরপাড়ার আবদুল আজিজের মেয়ে শারমিন আক্তার (৯) নিখোঁজ হয়। রোজিনা ফাক্রিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী এবং শারমিন নাপিতেরচর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। শারমিনের মৃতদেহ উদ্ধার হলেও রোজিনা আক্তারের সন্ধান পাওয়া যায়নি। জামায়াত নেতাসহ আটক ৫৩ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা আব্দুল বারীসহ ৫৩ জনকে আটক করা হয়েছে। আটক মাওলানা আব্দুল বারীর বাড়ি সদর উপজেলার ওয়ারিয়া গ্রামে। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়েছে। সাতক্ষীরা সদর থানা থেকে ৩১, কলারোয়া থানা ৪, তালা থানা ৩, কালিগঞ্জ থানা ২, শ্যামনগর থানা ৩, আশাশুনি থানা ৬, দেবহাটা থানা ২ ও পাটকেলঘাটা থানা থেকে ২ জনকে আটক করা হয়। প্রধান নির্বাহীসহ তিনজনের বিরুদ্ধে মামলা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে বরিশালের সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন নগরীর সাধুর বটতলা এলাকার সাইদুর রহমান সড়কের বাসিন্দা আব্দুর রব। মামলাটির বিষয়ে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুদকে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন। মামলায় বিবাদীরা হলেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ওয়াহেদুজ্জামান, কর্পোরেশনের আরআই সালাউদ্দিন ও নগরীর সাধুর বটতলা এলাকাল বাসিন্দা শহীদুল হক। জানা গেছে, নগরীর সাধুর বটতলা এলাকার সফিজ উদ্দিনের মৃত্যুর পর তার পুত্র ও মামলার বাদী আব্দুর রব ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তির ওপর স্টল নির্মাণের কাজ শুরু করে। এ লক্ষ্যে ২০১৭ সালের ২৩ মার্চ সিটি কর্পোরেশন থেকে প্লান পাস করিয়ে কাজ শুরু করা হয়। মামলার তিন নম্বর আসামি বাদীর এলাকার বাসিন্দা শহীদুল হকের আবেদনের প্রেক্ষিতে একই সালের ৪ জুলাই সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কাজ বন্ধের নোটিস দেয়। মামলার বাদী ওই নোটিসের জবাব দিলে আবার ৯ জুলাই তাকে কাজ বন্ধের নোটিস দেয়ার পর নোটিসের জবাব সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়। পরবর্তী সময়ে ১২ জুলাই মামলার ২ ও ৩ নম্বর আসামি বাদীর কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করে নয়তো, কাজ বন্ধ করে দেয়ার হুমকি প্রদর্শন করে। এ ঘটনার পর বাদী এক নম্বর আসামির কার্যালয়ে গিয়ে বিষয়টি জানালে দুই ও তিন নম্বর আসামির উপস্থিতিতে সেখানে বসেও এক লাখ টাকা ঘুষ দাবি করা হয়। হামলায় স্ত্রীসহ ব্যাংক কর্মকর্তা আহত নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২ আগস্ট ॥ ফরিদপুরে দুর্বৃত্তদের প্রহারে স্ত্রীসহ ব্যাংক কর্মকর্তা আহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে পাঁচটা থেকে ছয়টার মধ্যে এ ঘটনা ঘটে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর মহল্লার হাউজিং এস্টেটে মৃণাল কান্তি বসুর বাড়িতে। মৃণাল কান্তি বসু ফরিদপুর শহরের সোনালী ব্যাংক গোয়ালচামট শাখায় কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। দুর্বৃত্তদের হামলায় আহত মৃণাল বসু ও তার স্ত্রীকে ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সোনালী ব্যাংক গোয়ালচামট শাখায় ব্যবস্থাপক মহব্বত হোসেন জানান, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তিন দুর্বৃত্ত মৃণাল বসুর নিজস্ব মালিকানাধীন একতলা ভবনের ছাদ টপকে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে মৃণাল ও তার স্ত্রীকে রড দিয়ে পিটিয়ে আহত করে এবং তিনটি মুঠোফোন ও একটি সোনার বালা নিয়ে যায়। কমিউনিটি ক্লিনিক উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ২ আগস্ট ॥ সীতাকু-ে সোনাইছড়ির ইউনিয়নের বার আউলিয়া এলাকায় ত্রিপুরা পল্লীতে কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে। এতে ১২ হাজার রোগী স্বাস্থ্যসেবা দেয়ার প্রত্যয়ে অস্থায়ী এ ক্লিনিকটি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জেন্ট ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী। বিজেএমসির নিয়ন্ত্রণাধীন হাফিজ জুটমিল্স একটি জায়গায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে অস্থায়ী এ কমিউনিটি ক্লিনিকটি বুধবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। পরে একটি স্থায়ী জায়গা পেলে তা সেখানে ক্লিনিকটি হস্তান্তর করা হবে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় এ কমিউনিটি ক্লিনিকে প্রতিদিন ডাক্তার থাকবেন। ফিঙ্গারপ্রিন্টে শিক্ষার্থীদের হাজিরা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে শিক্ষার্থীদের হাজিরা। চবি স্পোর্টস সায়েন্স এ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগে এ পদ্ধতি চালু হয়। উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এই কার্যক্রম উদ্বোধন করেন। চবি স্পোর্টস সায়েন্স এ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বিভাগের সভাপতি এএইচএম রাকিবুল মাওলা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মোয়াজ্জেম হোসেন, উপ-পরিচালক হাবিবুর রহমান জালাল, সিরাজউদ্দিন আলমগীর, রাশেদ বিন আমিন চৌধুরী, মোহাম্মদ শোয়েব, সহকারী রেজিস্ট্রার জালাল উদ্দিন আহমদ এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মাদকাসক্ত ছেলের কা- কবর খুঁড়ে বাবাকে হত্যার হুমকি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২ আগস্ট ॥ বাড়ির উঠানে কবর খুঁড়ে রেখে বাবাকে হত্যার হুমকি দিয়েছে এক মাদকাসক্ত ছেলে। ঘটনাটি ঘটেছে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের সুতিয়ারপার গ্রামে। এতে আতঙ্কিত হয়ে ছেলে রিপন মিয়ার বিরুদ্ধে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন পিতা কাঞ্চন মিয়া। নিরাপত্তার অভাবে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। জানা গেছে, সুতিয়ারপার গ্রামের কাঞ্চন মিয়ার মাদকাসক্ত ছেলে রিপন মিয়া প্রায়ই তার স্ত্রী সাবিনাকে মারধর করত। কাঞ্চন মিয়া এর প্রতিবাদ করলে রিপন তাকেও অকথ্য গালিগালাজ এবং হুমকি দিত। এ অবস্থায় সাবিনার জীবন হুমকির মুখে দেখে কাঞ্চন মিয়া সপ্তাহ খানেক আগে তাকে (সাবিনাকে) তার বাবার বাড়িতে রেখে আসেন। এতে রিপন মিয়া আরও বেপরোয়া হয়ে পড়েন।
×