ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘আগামী বিসিএসে মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বরের প্রশ্ন’

প্রকাশিত: ০৫:৫৬, ৩ আগস্ট ২০১৭

‘আগামী বিসিএসে মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বরের প্রশ্ন’

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রত্যেক মুক্তিযোদ্ধাকে প্লট বা ফ্লাট দেয়া হবে। ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে ভাতা। দেশের সব বদ্ধভূমি ও ’৭১ সালের যুদ্ধ ক্ষেত্রগুলোতে একই ডিজাইনে আধুনিক স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। আগামী বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের ওপর ১০০ নম্বরের প্রশ্ন থাকবে। বুধবার দিনব্যাপী বাগেরহাটের বিভিন্ন উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শরণখোলা, কচুয়া ও বাগেরহাট সদর উপজেলায় তিনি নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও পৃথক সমাবেশে বক্তব্য দেন। এ সময় আরও বক্তব্য দেন, ডাঃ মোজাম্মেল হোসেন এমপি, এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহিনুল আলম সানা, শেখ আব্দুল জলিল, শেখ শওকত হোসেন, হাজরা দেলোয়ার হোসেন, এম এ খালেক খান প্রমুখ। তিনি কচুয়ায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাসস্থান নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
×