ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বৃষ্টিপাত আরও বাড়বে, আগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষণ

প্রকাশিত: ০৫:৫৫, ৩ আগস্ট ২০১৭

বৃষ্টিপাত আরও বাড়বে, আগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি বর্ষণ

স্টাফ রিপোর্টার ॥ আগস্টের শুরুতেই আবারও শুরু হয়েছে বৃষ্টি। দুপুরের পর থেকেই শুরু হয় অঝোর ধারায় বৃষ্টি, চলে ১২টা থেকে একটানা ৩টা পর্যন্ত। তবে কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এই বৃষ্টিপাত জনমনে প্রশান্তি বয়ে আনলেও মানুষের দুর্ভোগের সীমা ছিল না। আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার দুপুরে তিন ঘণ্টায় ঢাকায় ২৩. ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই পরিমাণ বৃষ্টিপাতে রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যায়। সৃষ্টি হয় ব্যাপক যানজটের। কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে যায়। বৃষ্টি থামার অপেক্ষায় অনেককে ঘণ্টার পর ঘণ্টা বিভিন্ন ভবনের নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবহাওয়া অফিস জানিয়েছে, এ মাসে দেশের বিভন্ন এলাকায় আরও ভারি বর্ষণ হতে পারে। এছাড়াও মধ্য আগস্টে ভারি বৃষ্টিপাতের কারণে দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে তারা। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, এ মাসে সাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সাগরে সৃষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তখন বৃষ্টির প্রকোপ আরও আড়বে। তিনি বলেন, আগস্টে উত্তর-পূর্ব এবং উত্তর-পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস জানায়, বর্তমানে মৌসুমিবায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমিবায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজ করছে। ফলে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দম্কা হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। সরে জমিনে নগরের বিভিন্ সড়ক ঘুরে দেখা গেছে, গত মাসের অব্যাহত বৃষ্টিপাতের কারণে রাজধানীর অধিকাংশ সড়কেই খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে বাসগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। খানাখন্দে ভরা এসব সড়কে দেখা দেয় জলাবদ্ধতা। সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগ। সোমবার দুপুরের সামান্য বৃষ্টিপাতে সচিবালয়ের সামনে আব্দুল গণি রোড, সচিবালয়ের অভ্যন্তরে পানি জমে যায়। সচিবালয়ের অভ্যন্তরে হাঁটুপানি জমেছে। পানি জমে থাকার কারণে সমস্যায় পড়েছেন কর্মকর্তা-কর্মচারীরাও। আচমকা বৃষ্টির ফলে দৌড়ে রাস্তা ছেড়ে বিভিন্ন দোকানে আশ্রয় নিতে দেখা গেছে মানুষজনকে। বৃষ্টির ফলে যানজট দীর্ঘ হতে থাকে। শাহবাগ থেকে কাওরানবাজার হয়ে ফার্মগেটগামী সড়কে গাড়ির জটলায় থেমে থেমে চলে গাড়ি। কাকরাইল, শান্তিনগর ও মৌচাকে দুর্র্ভোগের সৃষ্টি হয় । বৃিষ্টর কারণে আসাদগেট, মানিকমিয়া এভিনিউ এলাকার রাস্তায় পানি জমতে শুরু করে। মিরপুর এলাকার মানুষকে চরম দুর্ভোগে ফেলে দেয়। বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় মিরপুর এলাকায় দেখা দেয় যানজট। আবহাওয়া অফিস জানায়, মৌসুমিবায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হলেও এই সময়ে দেশের বিভিন্ন এলাকায় আরও ভারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও স্বাভাবিক বৃষ্টিপাত ও একটি বা দুটি মৌসুমি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনাও রয়েছে এই মাসেই। দেশের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়ার জন্য গঠিত আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে আগস্টে বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে বন্যার আশঙ্কাও রয়েছে। তারা জানায়, আগস্টে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে, ৫০০ থেকে ৬১৫ মিলিমিটার। এরপরই সিলেট বিভাগ, ৪১০ থেকে ৫০০ মিলিমিটার। একটানা বেশি বৃষ্টিপাত হলে এই দুই বিভাগের পাহাড়ী এলাকায় ভূমিধসের আশঙ্কা থাকবে। আগস্টে অন্যান্য বিভাগের মধ্যে ময়মনসিংহে ২৮৬ থেকে ৩৫০ মিলিমিটার, রাজশাহীতে ২৪৫ থেকে ৩০০, রংপুরে ৩৩৫ থেকে ৪১০, খুলনায় ২৭০ থেকে ৩৩০ এবং বরিশাল বিভাগে ৩৯০ থেকে ৪৭৫ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হলে বৃষ্টিপাতের পরিমাণ ও ধরনে অনেক পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, জুলাই মাসজুড়ে সারাদেশে ব্যাপক বৃষ্টিটপাত হলেও গত কয়েকদিনের গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ে। ফলে বুধবারের এই বৃষ্টিপাত একদিনে যেমন প্রচ- গরমে স্বস্তি দিয়েছে। অন্যদিকে দুর্ভোগও বাড়িয়ে দিয়েছে অনেক। তারা জানায় মৌসুমিবায়ুর অধিক সক্রিয়তার কারণে এবং সাগরে নিম্নচাপ থাকার কারণে গত জুন-জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। জুনে স্বাভাবিকের চেয়ে ৩ দশমিক ৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। জুলাই মাসে বৃষ্টি হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। অবশ্য আবহাওয়া অফিস জানিয়েছে, প্রকৃতিতে এখন বর্ষাকাল চলছে। বর্ষাকাল হওয়ায় কারণে বৃষ্টিপাত হবে এটাই স্বাভাবিক। প্রকৃতি বর্ষাকাল হওয়ায় সারাদেশে ওপর মৌসুমিবায়ু বিরাজমান। এ কারণে বৃষ্টিপাত সামনে আরও বেড়ে যেতে পারে। ফলে জুন-জুলাইয়ের মতো আগস্টে স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসে আবহাওয়া পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে, আগস্ট মাসে সাগরে আরও দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপ সৃষ্টি হলে এবং দেশের ভেতরে সক্রিয় মৌসুমিবায়ুর কারণে ভারি বৃষ্টিপাত হবে। এছাড়া আগামী সেপ্টম্বরেও স্বাভাবিক বৃষ্টিপাতের কথা উল্লেখ করা হয়েছে এতে। তবে আবহাওয়া অফিস জানায়, সেপ্টেম্বরেও সাগরে একের অধিক নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
×