ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় গণপিটুনিতে চরমপন্থী দলের ক্যাডার নিহত

প্রকাশিত: ০৫:৫৪, ৩ আগস্ট ২০১৭

খুলনায় গণপিটুনিতে চরমপন্থী দলের ক্যাডার নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ গণপিটুনিতে সাইদুল ইসলাম ওরফে সাইদুল (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে সে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল) ক্যাডার। নগরীর খানজাহান আলী থানার মাতমডাঙ্গা গ্রামে গণপিটুনিতে গুরুতর আহত হয়ে মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। পুলিশ জানান, সাইদুলের নেতৃত্বে সন্ত্রাসীরা চরমপন্থী দল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল) নামে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকা- করত। জানা যায়, সোমবার দুপুরে ক্ষুব্ধ জনতা সাইদুলকে ধরে গণপিটুনি দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করার পর মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টাঙ্গাইলে গৃহবধূকে কুপিয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ আগস্ট ॥ ঘাটাইলে আকলিমা (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার রাতে উপজেলার দিগড় ইউনিয়নের জিগারতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতের স্বামীর নাম আব্দুল লতিফ। নিহত গৃহবধূর পরিবারের দাবি জমিজমা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ হত্যা করেছে তাকে। পুলিশ বুধবার ভোরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে। এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, উপজেলার জিগারতলা গ্রামের হাছেন আলী, ইমান আলী, খোকা মিয়ার সঙ্গে আব্দুল লতিফ ও হারেজ আলীদের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বিরোধ থাকার কারণে আব্দুল লতিফ পুরাতন বাড়ি ছেড়ে একটু দূরে নতুন বাড়ি করে স্ত্রী আকলিমা দুই সন্তান রাকিব (১২) ও তামান্নাকে (৪) নিয়ে বসবাস করছিল। মঙ্গলবার রাতে প্রতিপক্ষ বাড়ির চারদিকে পানি থাকায় নৌকাযোগে দেশীয় অস্ত্র নিয়ে লতিফের বাড়িতে হামলা চালায়। এ সময় লতিফের স্ত্রী আকলিমা দরজা খুলে ঘরের বাইরে আসামাত্রই সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে তাকে আহত করে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিয়ে করতে রাজি না হওয়ায় অন্তঃসত্ত্বা ছাত্রীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২ আগস্ট ॥ বুধবার সকালে জেলার সখিপুর থানার আনুসরকার কান্দি গ্রামে সুমা আক্তার (১৬) নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত সুমা আক্তার একই গ্রামের নুরুল আমিন ফকিরের কন্যা এবং দক্ষিণ সখিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। সখিপুর থানা-পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, গত ২ বছর ধরে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের বাসিন্দা সেকান্দর বেপারির ডিগ্রী ক্লাসেপড়ুয়া ছেলে আফজাল হোসেনের সঙ্গে একই থানার আনু সরকার কান্দি গ্রামের নুরুল আমিন ফকিরের কন্যা দক্ষিণ সখিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী সুমা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের একপর্যায়ে তাদের মধ্যে অবৈধ শারীরিক মেলামেশা হয়। এতে সুমা আক্তার অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ বিষয়টি উভয় পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হলে বিয়ে করার জন্য ছাত্রীর পরিবারের পক্ষ থেকে আফজাল ও তার পরিবারকে চাপ দেয়। এ নিয়ে দীর্ঘদিন যাবত উভয়ের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছে। মঙ্গলবার প্রেমিক আফজাল হোসেন ছাত্রীর গর্ভের ৭ মাসের বাচ্চা খালাসের জন্য চাঁদপুরের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার স্বাভাবিকভাবে বাচ্চা খালাস না করে অস্ত্রোপচারের মাধ্যমে খালাসের সিদ্ধান্ত নেয়। এতে রাজি হয়নি স্কুলছাত্রী সুমা আক্তার ও তার পরিবার। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে বাচ্চা খালাস না করে মেয়েকে বিয়ে করার জন্য আবার প্রেমিক আফজালকে চাপ দেয়া হয়। অবৈধভাবে বাচ্চা খালাস করতে ব্যর্থ হয়ে প্রেমিক আফজাল পরিবারের লোকজনের সঙ্গে আলাপ করে বিয়ের বিষয়টি নিশ্চিত করবে বলে অজুহাত দিয়ে আত্মগোপনে যায়। এরপর থেকে তার মোবাইলটি আর খোলা পাওয়া যায়নি। বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ঘুষ গ্রহণকালে কাস্টমস কর্মকর্তা আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ আশাশুনির একটি মিষ্টির দোকান থেকে ঘুষের টাকা নেয়ার সময় কাস্টমসের এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে। বুধবার বিকাল চারটার দিকে উপজেলা সদরের স্বপন মিষ্টান্ন ভা-ার থেকে এক হাজার টাকা ঘুষ গ্রহণকালে তাকে আটক করা হয়। আটক সহকারী রাজস্ব কর্মকর্তার নাম আহছান উল্লাহ। তিনি শেরপুর জেলার চরশ্রীপুর গ্রামের মৃত এনায়েত উল্লাহর ছেলে এবং সাতক্ষীরা কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।
×