ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় মঞ্চস্থ দেশনাটকের ‘সুর গাঁও’

প্রকাশিত: ০৫:৫৪, ৩ আগস্ট ২০১৭

শিল্পকলায় মঞ্চস্থ দেশনাটকের ‘সুর গাঁও’

স্টাফ রিপোর্টার ॥ ‘সুর গাঁও’ নাটকের শুরুটা হয় আসমান ফকিরের জাদুর বাস্তবতা দিয়ে। তিনি ভবিষ্যৎদ্রষ্টা। তিনি দেখতে পান। সুর গাঁওয়ের পত্তনকারী আনাল ফকির এক শ’ আশি বছর আগে এক রাতে গ্রাম থেকে উধাও হয়েছেন। তিনি ফিরে আসছেন সুর গাঁওয়ে। এবং ফিরেও আসেন। উধাও হয়ে যাবার আগে কোন একদিন বাঁশিবুড়ির হাতে দিয়ে যান এক মোহন বাঁশি। বলে যান, বাঁশির সুর দিয়ে মানুষের ভেতরের অসুরটাকে দূর করতে। সেই থেকে বাঁশিবুড়ি থানা থেকে আসামিদের চেয়ে নিয়ে এসে বাঁশি বাজানো শেখায়। আনাল ফকির ফিরে আসার পরই নতুন এক সঙ্কটের মুখোমুখি হয় সুর গাঁও। সময়ের বিপরীতে এক শ’ আশি বছর আনাল ফকির প্রতœকাল ভ্রমণ করেছেন। তার ইচ্ছায় তিনি ভ্রমণ করেন ব্যাবিলন, স্যার টমাস মুরের সময়কালের ইংল্যান্ড, কুরুরাজ্য, দামেস্ক, সক্রেটিসের সময়কালের গ্রিসসহ অনেক জায়গা। এসব স্থান ভ্রমণকালে ব্যাবিলনের রানী, স্যার টমাস মুর, পা-বভার্যা দ্রৌপদী, সক্রেটিসের বন্ধু ক্রিটো এবং দামেস্কের আমীর অমূল্য কিছু উপহার দেন আনাল ফকিরকে। উপহার সামগ্রীর মধ্যে ছিল স্যার টমাস মুরের নিজের হাতে লেখা কাগজ। ষোলো শতকের স্মারক। সক্রেটিসকে যে পানপাত্রে হেমলক পান করানো হয়েছিল সেই পাত্র। কালের বিপরীতে ভ্রমণ এবং কালেরগর্ভ থেকে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে তাস্রসেনার দল ঢুকে পড়ে সুর গাঁওয়ে। কালরক্ষী বলে নিজেদের পরিচয় দেয়া সেনারা সময়কে শৃঙ্খলায় ফিরিয়ে আনতে চায়! সুর গাঁওয়ে শুরু হয় চূড়ান্ত বিশৃঙ্খলা; সুর আর অসুরের দ্বন্দ্ব। এভাবেই এগিয়ে যায় দেশ নাটকের ২২ তম প্রযোজনা ‘সুর গাঁও’ নাটকের কাহিনী। শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে বুধবার সন্ধ্যায় নাটকটির নবম প্রদর্শনী হয়। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মাসুম রেজা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মামুন চৌধুরী, কুদ্দুছ মাখন, শাহেদ নাজির, মেঘলা মায়া, তামিমা তিথি, নয়ন মাহমুদ শূন্য, জলি চৌধুরী, শাফিজ আল মামুন, সমাপন সরকার, মেহনাজ পারভিন বনী, ফাহিম মালেক ইভান, রোশেন শরিফ, মাইনুল হাসান মাঈন, মিশু চৌধুরী, সোমা ফেরদৌস, কামাল আহমেদ, আশরাফুল আশীষ, ফিরোজ আলম, সাদিয়া আহম্মেদ, সালমান লিমন, নাঈম জিহাদ, মাসুম রাজ, খায়রুল আলম, সেলিম মিয়া ও মাইনুল হাসান মাঈন। সুর দিয়েছেন শিমুল ইউসুফ, আবহসঙ্গীত ইমানুর রশিদ খান, কণ্ঠ দিয়েছেন দিলরুবা খান, শিমুল খান, ইমানুর রশিদ খান। পোশাক পরিকল্পনা ওয়াহিদা মল্লিক জলি, নৃত্য মুনমুন আহমেদ। সহকারী নির্দেশক অয়ন চৌধুরী, নির্দেশনা সহযোগী মামুন চৌধুরী রিপন, প্রযোজনা নিয়ন্ত্রক এহসানুল আজিজ বাবু ও প্রযোজনা অধিকর্তা আনিসুর রহমান বিপ্লব।
×