ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেশবপুরে আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ২৫

প্রকাশিত: ০৫:৫৪, ৩ আগস্ট ২০১৭

কেশবপুরে আওয়ামী  লীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ২৫

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ২ আগস্ট ॥ মঙ্গলবার রাত ও বুধবার কেশবপুরের চিংড়া বাজারে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় গ্রুপের ২৫ জন আহত হয়েছে। আহত ১২ জনকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার এ ঘটনায় চিংড়া বাজারের সকল দোকানপাট বন্ধ করে দিয়ে ব্যবসায়ীরা ঘটনার প্রতিবাদ করেছে। বুধবার সকালে উভয়পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলায় চিংড়া বাজার রণক্ষেত্রে পরিণত হয়। দিনব্যাপী থেমে থেমে সংঘর্ষ চলে। পুলিশ, এলাকাবাসী ও আহতরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে চিংড়া বাজারের চা দোকানি আমিনুর রহমানের দোকানে ঝুলিয়ে রাখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ একটি পোস্টার এলাকার বিএনপির সমর্থক মঞ্জু নামাতে বলে। ছবি নামাতে রাজি না হলে মঞ্জু আমিনুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। মারপিট থামাতে গেলে মঞ্জু, চা দোকানি ইসলাম শেখ অপর হোটেল মালিক রেজাউল ইসলামকে বেধড়ক মারপিট করে আহত করে। রাতে তাদের হাসপাতালে ভর্র্তির সয়ম মঞ্জুর সহযোগী মিলন হাসপাতালে এসে আবারও রেজাউলকে মারপিট করে বলে রেজাউল জানায়। তিন দোকানদারকে পিটিয়ে আহত করার প্রতিবাদে বুধবার সকালে বাজারে ব্যবসায়ীরা সকল দোকান বন্ধ করে মানববন্ধন করে। এ সময় তাদের মানববন্ধনে হামলা করা হয়। এরপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে সিরাজুল ইসলাম, আতিয়ার খা, শবিদুল, সোহরাব, রফিক, মোস্তফা, মামুন, মিলন, জিয়ার, আতিয়ার খা আহত হয়।
×