ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্লিনিকে প্রসূতির মৃত্যু ॥ ভাংচুর, উত্তেজনা

প্রকাশিত: ০৫:৫৩, ৩ আগস্ট ২০১৭

ক্লিনিকে প্রসূতির মৃত্যু ॥ ভাংচুর, উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২ আগস্ট ॥ শরীয়তপুরে ডাক্তারদের ভুল চিকিৎসায় রুমা আক্তার (৩২) নামের এক প্রসূতি মারা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে জেলা শহরের প্রাণকেন্দ্রের চৌরঙ্গী মোড়ের নার্সিং হোম নামের একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে। ডাক্তারদের দাবি রোগীর প্রেসার বেশি হওয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। তারা কোন চিকিৎসা দেয়নি। এ ঘটনার পর উত্তেজিত স্বজনরা ওই ক্লিনিক ভাঙচুর করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, শরীয়তপুর পৌর এলাকার তুলাসার বেপারী পাড়া গ্রামের আবু তাহের বেপারীর অন্তঃসত্ত্বা কন্যা রুমা আক্তারকে (৩২) বুধবার সকাল সাড়ে ৯ টায় সন্তান প্রসবের জন্য শরীয়তপুর জেলা শহরের প্রাণকেন্দ্রের চৌরঙ্গী মোড় সংলগ্ন নার্সিং হোম নামের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। দুপুর ২ টার দিকে প্রসূতি রোগীকে সিজার করার জন্য প্রস্তুতি হিসেবে অজ্ঞান করার জন্য এনেসথেসিয়া ইনজেকশন দেয়া হয় বলে জানায় রোগীর স্বজনরা। এরপর রোগীকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। এর কিছুক্ষণ পর অপারেশন থিয়েটারে প্রসূতি রুমা আক্তার মারা যায়। এ ঘটনার পর ডাক্তারের ভুল চিকিৎসার অভিযোগে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে শরীয়তপুর নার্সিং হোম ক্লিনিকের অপারেশন থিয়েটার, ভবনের জানালার গ্লাস, ডাক্তারদের বসার রুমসহ ৩/৪টি কক্ষ ও যন্ত্রপাতি ব্যাপক ভাঙচুর করে।
×