ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাবনায় বাসচাপায় নিহত ৩

প্রকাশিত: ০৫:৫২, ৩ আগস্ট ২০১৭

পাবনায় বাসচাপায় নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২ আগস্ট ॥ পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া বাজার এলাকায় বাসের নিচে চাপা পড়ে সিএনসিচালিত অটোরিক্সার চালকসহ ৩ জন নিহত হয়েছে। এ সময় ৩ পথচারী আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন সাঁথিয়া থানার ভৈরবপুর গ্রামের হারেজ মোল্লার ছেলে অটোচালক মিলন হোসেন, চিনাখড়া এলাকার শিপন শেখের মেয়ে রিয়া (২) ও চরদুুলাই গ্রামের আশরাফ ম-লের স্ত্রী নবিরন বেগম (৬০)। মাথপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আলামিন পরিবহনের একটি বাস পাবনায় আসার পথে চিনাখড়া বাজার এলাকায় এসে চালাক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার চালক মিলন হোসেনের মৃত্যু হয়। এ সময় বাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিয়া নামের এক শিশুসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত শিশু রিয়াকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় অপর আহত নবিরন বেগমের মৃত্যু ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরে দুই স্কুলছাত্র নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, সড়ক দুর্ঘটনায় নাটোরের গুরুদাসপুরে হৃদয় হোসেন (৭) নামে এক স্কুলছাত্র ও সিংড়ায় আরিফ হোসেন (২৫) নামে এক ট্রলির চালক নিহত হয়েছে। বুধবার দুপুরে গুরুদাসপুরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০নং ব্রিজ এলাকায় এবং সকালে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় হোসেন উপজেলার রানীগ্রাম ফকিরপাড়ার কামাল হোসেনের ছেলে ও রানীগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র এবং নিহত আরিফ নওগাঁর আত্রায় উপজেলার পাচপুকুর গ্রামের ওজির উদ্দিনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, স্কুল ছুটি দেয়ার পর হৃদয় স্কুল থেকে বাড়িতে ফিরাছিল। এ সময় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা ১০নং ব্রিজের কাছে ঢাকা থেকে নাটোরগামী একটি মালবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের শেরকোল এলাকায় মালবোঝাই ট্রাক ও মাটিবহনকারী ট্রলির সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রলির চালক আরিফ হোসেন মারা যায়। শ্রীনগরে স্কুলছাত্র স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, শ্রীনগরে মাটি টানার ট্রলির চাপায় এক স্কুলছাত্র নিহত ও অপর এক স্কুলছাত্রীসহ ২ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ভাগ্যকুল-মাওয়া বেড়িবাঁধ সড়কের উপজেলার ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এলাকায়। জানা যায়, সকাল ৭টার দিকে মাটি টানার একটি ট্রলি বেপরোয়া গতিতে চালিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারিদের চাপা দিলে ঘটনা স্থলেই স্কুল ছাত্র অনিক রাজবংশী (৭) নিহত ও অপর এক স্কুল ছাত্রীসহ ২ জন আহত হয়। নিহত অনিক ভাগ্যকুল গ্রামের শ্যামল রাজবংশীর ছেলে। সে ভাগ্যকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। আহতরা হলো নিহত অনিকের দাদী গোলাপী রাজবংশী (৬০) ও ভাগ্যকুল হরেন্দ্রলাল স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী শিউলী আক্তার (১৩)। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, সড়ক দুর্ঘটনায় ইয়াছিন (২২) নামে স্পিনিং মিলের শ্রমিক নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকায় সড়ক দুর্ঘটনা ওই শ্রমিক নিহত হয়। কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) তৈয়বুর রহমান জানান, বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকার ভুইয়া স্পিনিং মিল থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় সিলেট থেকে আসা পাথর বোঝাই ট্রাকচাপা দিলে ঘটনাস্থলেই শ্রমিক ইয়াছিন মারা যায়। নিহত ইয়াছিন চাঁদপুর জেলার মতলব থানার বরদুর্গাপুর এলাকার শহিদুল্লার ছেলে।
×