ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়াবাসহ দম্পতি আটক

প্রকাশিত: ০৫:৫১, ৩ আগস্ট ২০১৭

ইয়াবাসহ দম্পতি আটক

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২ আগস্ট ॥ ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের একটি টিম মঙ্গলবার গভীর রাতে ২ হাজার ইয়াবাসহ এক দম্পতিকে আটক করে। এরা হলো- নুর হোসেন ও তার স্ত্রী রোকসানা বেগম। জানা গেছে, সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ আটক করা হয়। পুলিশ জানান, তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের দক্ষিণপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল ওই দম্পতি। পুলিশ তাদের ইতোপূর্বে একাধিকবার গ্রেফতারও করে। তাদেরকে নজরদারিতে রাখা হয়। অবশেষে ইয়াবার এ চালানটি তাদের বাসায় আসার সংবাদ পেয়ে এদিন রাতে অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়। বাংলাদেশী প্রতিনিধি দলের আঙ্কারায় ভাইস চ্যান্সেলর্স ফোরামে যোগদান প্রফেসর ড. এম শাহ্ নওয়ালি, সদস্য, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট বাংলাদেশী এক প্রতিনিধি দল তুরস্কের আঙ্কারায় সম্প্রতি অনুষ্ঠিত ভাইস চ্যান্সেলর্স ফোরামে যোগদান করেন। তুরস্কের কাউনিন্স অব হায়ার এডুকেশন দুই দিনব্যাপী অনুষ্ঠানটির আয়োজন করে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেনÑ প্রফেসর ড. মীজানুর রহমান, উপাচার্য, জগন্নাথ বিশ^বিদ্যালয়, প্রফেসর ইঞ্জিনিয়ার মাস্উদ আহমেদ, উপাচার্য, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি, প্রফেসর ড. মুহাম্মদ ফায়েক উজ্জামান, উপাচার্য, খুলনা বিশ^বিদ্যালয়, প্রফেসর ড. এম আবুল কাশেম, উপাচার্য, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, উপাচার্য, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিজ্ঞপ্তি বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন বর্ডার গার্ড বাংলাদেশের উদ্যোগে ‘সবুজ সীমান্ত’ বৃক্ষরোপণ অভিযান ও মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী শুরু হয়েছে। সোমবার সকালে ঢাকার পিলখানার বিজিবি সদর দফতরের অভয়ারণ্যে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, এনডিসি, পিএসসি, পিইঞ্জ গাছের চারারোপণ করে এ কর্মসূচীর উদ্বোধন করেন। সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীতে বিজিবির সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ব্যাটালিয়ন এবং সীমান্তে অবস্থিত বিওপিসমূহের খালি জায়গায় বনজ, ফলদ, ভেষজ ও অন্য গাছের চারারোপণ করা হবে। এরপর বিজিবি মহাপরিচালক সোমবার সকালে পিলখানার বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডসংলগ্ন বকুলতলা পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে সপ্তাহব্যাপী মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্বোধন করেন। এ কর্মসূচী অনুযায়ী বিজিবি সদর দফতর, পিলখানাসহ বিজিবির সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ব্যাটালিয়ন এবং সীমান্তে অবস্থিত বিওপিসমূহের পুকুরে পর্যাপ্ত মৎস্য পোনা অবমুক্ত করা হবে। -বিজ্ঞপ্তি।
×