ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা নিরসন দাবিতে স্মারকলিপি

প্রকাশিত: ০৫:৫১, ৩ আগস্ট ২০১৭

জলাবদ্ধতা নিরসন  দাবিতে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভবদহ এলাকায় জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি। বুধবার সকাল ১০টায় কমিটির ২০ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে যান। জেলা প্রশাসকের সঙ্গে ভবদহের এলাকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করেন। মতবিনিময়কালে আলোচনায় অংশ নেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, প্রধান সমন্বয়ক বৈকুণ্ঠ বিহারি রায়, যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল হামিদ, এ্যাডভোকেট আবু বকর সিদ্দীকী, কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক অনিল বিশ্বাসসহ ২০ সদস্যের প্রতিনিধি দল। জেলা প্রশাসক আশরাফ উদ্দিন পরিস্থিতি উত্তরণে প্রয়োজনীয় ভূমিকা পালন করবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুরের ১৫০টির মতো গ্রাম, বাজারঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, ফসল ও মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে।
×