ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৫:৫০, ৩ আগস্ট ২০১৭

কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেলা সদরের উত্তর চওড়া বড়গাছা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার বেলা ১১টার দিকে উত্তর চওড়া বাজার প্রাঙ্গণে অবস্থিত প্রতিষ্ঠানের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য দেন চওড়া বড়গাছা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি রাসেদ আল মামুন, শিক্ষক নিয়ামুল বসির মুরাদ, শফিক আল স¤্রাট । বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকে নানা অনিয়মে জড়িয়ে পড়েন শহিদুল ইসলাম। শিক্ষক নিয়োগের নামে অর্থ আদায়, শিক্ষার্থীদের কাছ থেকে ফর্ম পূরণ ও ভর্তির সময় অতিরিক্ত টাকা উত্তোলন করে আসছিলেন তিনি। সম্প্রতি প্রতিষ্ঠানটির অফিস সহকারী পদে নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে নিয়োগ দিতে গরিমসি করছেন। প্রতারণার শিকার হয়েছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিও। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনোয়ার হোসেন মুন অভিযোগ করে বলেন, অফিস সহকারী পদে নিয়োগ দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৬ লাখ টাকা নিয়েছেন। এখনও পরীক্ষার ফল প্রকাশ করা হয়নি। এখন আমাকে নিয়োগ না দিয়ে বেশি টাকার আশায় দিনাজপুর জেলার একজনকে নিয়োগ দেয়ার চেষ্টা করছেন।
×