ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রাবি কর্মচারীর বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৫:৫০, ৩ আগস্ট ২০১৭

রাবি কর্মচারীর বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক কর্মচারীর বাড়ি থেকে অস্ত্র, বোমা ও বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে রাজশাহী নগরের মতিহার থানার নতুন বুধপাড়া এলাকার রাবির কর্মচারী আবু রাজ তুহিন ওরফে সাধুর বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরকের সন্ধান পায় র‌্যাব। যেখান থেকে গুলিসহ দুটি পিস্তল ও ৫টি বোমাসহ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়। এর আগে সাধু ও তার সহযোগী রিজুকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান। বুধবার তাদের নগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় নগরীর বোয়ালিয়া ও মতিহার থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, আবু রাজ তুহিন ওরফে সাধু রাজশাহী বিশ^বিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার কর্মচারী। আর তার সহযোগী রিজুর বাড়ি নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠিতলা এলাকায়। তারা দুজনই অস্ত্র ও বিস্ফোরক ব্যবসার সঙ্গে জড়িত। র‌্যাব জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আবু রাজ তুহিন ওরফে সাধু ও রিজুকে নগরীর ভদ্রা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে পাওয়া যায় তিন রাউন্ড গুলিসহ দুটি পিস্তল।
×