ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শোকের মাস

প্রকাশিত: ০৫:৪৮, ৩ আগস্ট ২০১৭

শোকের মাস

বিশেষ প্রতিনিধি ॥ বাঙালী জাতির বেদনাবিধুর শোকের মাস আগস্টের আজ তৃতীয় দিন। সর্বত্রই শোকের আবহ। রাজধানীসহ সারাদেশেই বিশাল বিশাল কালো পতাকা, ব্যানার, ফেস্টুন, পোস্টার টানানো হয়েছে। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে তাতে নানা সেøাগান-কবিতা শোভা পাচ্ছে। শোকের মাসে বাঙালী জাতি এবার পলাতক খুনীদের ফাঁসি, যুদ্ধাপরাধী-রাজাকার এবং তাদের দোসর-মদদদাতাদের বিচারের দাবিতে সোচ্চার। বীর বাঙালীর ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছে এ মাসেই। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালী জাতি পিতৃহন্তারকের বিচারের রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্ত হলেও আমাদের প্রতিটি শিরা উপশিরা ও ধমনিতে তীব্র ঘৃণার উদ্রেক করে এ মাস। ইতিহাসে হয়ত এ মাসে অনেক বিজয়ের কাহিনী লেখা আছে। কিন্তু বিজয়ের সেসব কাহিনী রক্তের স্রোতধারায় মিশেছে আগস্টে এসে। এ মাস নতুন করে ভাবতে শেখায়। এ মাস প্রতিশোধের চেতনায় শাণিত করে সবাইকে। আগস্ট মাস শুধু শোকের নয় একটি অভিশপ্ত মাসও বটে। একদিকে অভিশপ্ত এ মাসে বাঙালী হারিয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারকে। ঠিক তেমনি এই আগস্ট মাসেই বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনাসহ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী আওয়ামী লীগের পুরো নেতৃত্বকে নিশ্চিহ্ন করতে চালিয়েছিল মারণঘাতী গ্রেনেড হামলা। ২০০৪ সালের ২১ আগস্ট ওই ভয়াল ও বীভৎস হামলায় মৃত্যুজাল ছিন্ন করে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও ঝরে যায় তরতাজা ২৪টি প্রাণ। পাঁচ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী এখনও ভয়াল ওই গ্রেনেড হামলায় পঙ্গুত্ব নিয়ে জীবন যাপন করতে হচ্ছে। তাই আগস্ট মাস এলেই বাঙালী জাতি যেমন শোকে মুহ্যমান হয়, তেমনি নতুন কোন ষড়যন্ত্রের ব্যাপারে শঙ্কিত থাকেন। প্রতি বছরের মতো এবারও শোকের নানা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে শোকাবহ ১৫ আগস্টে মিথ্যা জন্মদিন পালন না করার আহ্বান জানানো হয়েছে। খোদ দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও শোকের অনুষ্ঠানে একই আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপি নেত্রী ১৫ আগস্ট মিথ্যা জন্মদিন পালন করলে সংলাপের একটি পরিবেশ সৃষ্টি হতে যারে। বছর ঘুরে জাতির সামনে এসেছে সেই শোকাবহ আগস্ট। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শোকাতুর মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শোকের নানা কর্মসূচীর মাধ্যমে স্মরণ করছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ’৭৫-এ ইতিহাসের নিষ্ঠুর ও জঘন্যতম এ হত্যাযজ্ঞের পর থেকে বাঙালী ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস এবং পুরো মাসকে শোকের মাস হিসেবে পালন করে আসছে। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ মাসব্যাপী জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলা দিবসের কর্মসূচী ঘোষণা করেছে।
×