ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম থেকে কাল প্রথম হজফ্লাইট

প্রকাশিত: ০৫:৪৫, ৩ আগস্ট ২০১৭

চট্টগ্রাম থেকে কাল প্রথম হজফ্লাইট

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সব ঠিকঠাক থাকলে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে বাংলাদেশ বিমানের প্রথম হজফ্লাইট। রাত পৌনে ১২টায় বিমানবন্দরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ফ্লাইটটি যাত্রা করবে জেদ্দার উদ্দেশে। এতে প্রধান অতিথি থাকবেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে হাজীদের নিয়ে জেদ্দা ও মদিনার উদ্দেশে ছেড়ে যাবে ১৫টি ফ্লাইট। তবে প্রয়োজন বিবেচনায় ফ্লাইট সংখ্যা আরও বাড়ানো হতে পারে। হজ এজেন্সিস এ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (হাব), চট্টগ্রামের পক্ষ থেকেও ফ্লাইট বাড়ানোর আবেদন রয়েছে। বিমান সূত্রে জানা যায়, ৪ আগস্ট শুরু হওয়া হজফ্লাইট থাকবে ২২ আগস্ট পর্যন্ত। চট্টগ্রামের এ ফ্লাইটগুলো যাবে জেদ্দা ও মদিনায়। সরাসরি ফ্লাইটে ৬ সহস্রাধিক হজযাত্রী চট্টগ্রাম থেকে যাওয়ার সুযোগ পাচ্ছেন। হজফ্লাইট ছাড়াও মঙ্গলবার এবং শুক্রবার সপ্তাহে এ দুদিন রাত পৌনে ৯টায় জেদ্দাগামী বিমানে সাধারণ যাত্রীদের সঙ্গে হজযাত্রীরাও যেতে পারবেন। এবার দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি চট্টগ্রাম থেকে মদিনায় যাচ্ছে হজফ্লাইট। দেশের কোন বিমানবন্দর থেকে এর আগে মদিনায় হজফ্লাইট যায়নি। হাব সদস্য ও হজযাত্রী কল্যাণ সংস্থার চেয়ারম্যান এইচএম মজিবুল হক শুক্কুর সাংবাদিকদের জানান, সাড়ে ৮শ’ যাত্রী হজে যাওয়ার জন্য বিমানের সিডিউল পাননি। হজফ্লাইট যেভাবে কমানো হয়েছে তাতে শেষদিকে যাত্রীদের অত্যধিক চাপ থাকবে। এ পরিস্থিতি সামাল দিতে এখনই বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়া প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
×