ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকারী অফিসে দুর্নীতিমুক্ত সেবা দেয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

প্রকাশিত: ০৫:৪৪, ৩ আগস্ট ২০১৭

সরকারী অফিসে দুর্নীতিমুক্ত সেবা দেয়ার আহ্বান দুদক চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সরকারী অফিসে দুর্নীতিমুক্ত সেবা প্রদানের জন্য কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে দুদক (দুর্নীতি দমন কমিশন) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, আমরা কেউ যেন জনগণের বিরুদ্ধে না দাঁড়াই। জনগণের বিরুদ্ধে আপনি জিতবেন না। দুর্নীতি করলে কারাগারে যেতে হবে। দুদকের মামলা ক্যান্সারের মতো। এ মামলা থেমে থাকে না, এটা শেষ হয়। ক্যান্সার যেমন একটা মানুষ এবং তার পরিবারকে শেষ করে দেয়, তেমনিভাবে দুদকের মামলাও মানুষকে তার পরিবারসহ শেষ করে দেয়। সুতরাং আমরা চাই কারও বিরুদ্ধে যেন দুর্নীতির মামলা দায়ের করতে না হয়। বুধবার সকালে ‘দুর্নীতিমুক্ত সরকারী সেবা : দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ শীর্ষক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় কথাগুলো বলেন দুদক চেয়ারম্যান। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার শঙ্কর রঞ্জন সাহা, দুদকের মহাপরিচালক ড. মোঃ শামসুল আরেফিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী, সিএমপি কমিশনার ইকবাল বাহার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান এবং সরকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, জনগণকে দুর্নীতিমুক্ত সেবা দিতে হবে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন না। দুর্নীতিমুক্ত সেবা যদি দিতে না পারি তাহলে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমরা কেউ যেন আইনের বাইরে গিয়ে কাজ না করি। কারও অনৈতিক চাপের কাছে মাথানত না করার আহ্বান জানিয়ে সরকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা জনগণের কাছে এ্যাকাউন্টেবল, কোন ব্যক্তির কাছে না।
×