ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

উত্তরায় বছরব্যাপী সাংস্কৃতিক আয়োজন করছি ॥ মাহবুব আমীন মিঠু

প্রকাশিত: ০৫:৩৭, ৩ আগস্ট ২০১৭

উত্তরায় বছরব্যাপী সাংস্কৃতিক আয়োজন করছি ॥ মাহবুব আমীন মিঠু

মাহবুব আমীন মিঠু। দেশের তরুণ সাংস্কৃতিক সংগঠক, অভিনেতা এবং সমাজ সেবক। রাজধানীর উত্তরায় নিজ উদ্যোগে গড়ে তুলেছেন সাংস্কৃতিক প্রতিষ্ঠান গীতাঞ্জলি ললিতকলা একাডেমি। এই প্রতিষ্ঠানের একাধিক শাখার মাধ্যমে দেশীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে কাজ করছেন। আগ্রহী শিক্ষার্থীদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি এবং নাটকে প্রশিক্ষণ দিচ্ছেন। আগামীকাল বিটিভিতে প্রচার হবে গীতাঞ্জলির অন্যতম বিভাগ থিয়েটার অঙ্গনের দশম প্রযোজনা প্রবীর দত্ত রচিত ও নির্দেশিত নাটক ‘মুনীর চৌধুরী’। নাটকের প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক অঙ্গনে ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা হয়। আগামীকাল বিটিভিতে থিয়েটার অঙ্গন প্রযোজিত, আপনার অভিনীত ‘মুনীর চৌধুরী’ নাটকটি প্রচার হবে। তো মঞ্চ নাটক টেলিভিশনে প্রচারের আবেদন কতটুকু? মাহবুব আমীন মিঠু : আমি মনে করি মঞ্চ নাটক দর্শকের সরাসরি অভিনয়ের একটি মাধ্যম। মঞ্চ নাটক সরাসরি দেখার মধ্যে দর্শক ও অভিনেতা, অভিনেত্রীদের মাঝে যেই থ্রিল কাজ করে তা অবশ্য টেলিভিশনে রেকর্ডের মাধ্যমে তা কাজ করে না। তবে বহির্বিশ্বে ও দেশের অভ্যন্তরে অসংখ্য দর্শক একটি নাটক দেখতে চাইতে পারে আর তখন নাট্য দলগুলোর ক্ষমতাও শো করার সুযোগ পর্যন্ত থাকে না। বিপুলসংখ্যক জনগোষ্ঠীকে নাটক দেখাতে চাইলে টেলিভিশনে প্রচারের বিকল্প নাই। এরই ধারাবাহিকতায় আমাদের ‘মুনীর চৌধুরী’ নাটকটি আগামীকাল শুক্রবার সকালে বিটিভিতে প্রচার হবে। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জীবন ও কর্ম নিয়ে দেশে প্রথম মঞ্চ নাটক ‘মুনীর চৌধুরী’। আশা করি অনেকেই নাটকটি উপভোগ করবেন। ‘মুনীর চৌধুরী’ নিয়মিত মঞ্চায়ন হচ্ছে না কেন? মাহবুব আমীন মিঠু : মুনীর চৌধুরী নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় গত ২০১৬ সালের ১৮ নবেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রধান মিলনায়তনে। এর পর থেকে প্রতিমাসেই আমাদের নাট্যদল থেকে হল বরাদ্দের আবেদন করা হচ্ছে। কিন্তু শিল্পকলায় হল পাওয়া যাচ্ছে না, তার পরও আমরা নিয়মিতভাবে উত্তরায় মঞ্চ নাটকের দর্শক তৈরিতে দর্শনীর বিনিময়ে নাট্য প্রদর্শনী শুরু করেছি। প্রতিমাসে উত্তরাতে মুনীর চৌধুরীর শো হচ্ছে এবং দর্শকের মাঝে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ইতোমধ্যে ‘মুনীর চৌধুরী’ নাটকটি বাংলা একাডেমির বই মেলায়, উত্তরায় শহীদ বুদ্ধিজীবী দিবসসহ উল্লেখযোগ্য স্থানে নাটকটি প্রদর্শিত হয়েছে। উত্তরায় শিল্পকলা একাডেমি হচ্ছে? মাহবুব আমীন মিঠু : উত্তরায় শিল্পকলা একাডেমির ব্রাঞ্চ প্রতিষ্ঠার কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে জমি নির্বাচন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। ঢাকা মহানগর উত্তর অঞ্চলে এই শিল্পকলার শাখা প্রতিষ্ঠার মধ্য দিয়ে অত্র অঞ্চলের সংস্কৃতিকর্মীসহ সব মানুষের দীর্ঘদিনের একটি চাওয়া পূর্ণ হতে চলেছে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি ঐকান্তিক প্রচেষ্টায় আশা করছি অতি অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হবে আমাদের স্বপ্নের শিল্পকলা। যার মধ্যে দিয়ে সংস্কৃতি অবকাঠামো শূন্য উত্তরার সাংস্কৃতিক কার্যক্রম আরও গতিশীল হবে। মঞ্চ নাটকের দর্শক সঙ্কট উত্তরণে করণীয় কী বলে মনে করেন? মাহবুব আমীন মিঠু : মঞ্চ নাটকের দর্শক সঙ্কট উত্তরণে আমার মনে হয় প্রচার, নতুন নতুন নাটক মঞ্চে আনা, নতুন নাট্যদলগুলো প্রতিমাসে না হলেও প্রতি তিন মাসে হল বরাদ্দ দেয়া উচিত। সর্বোপরি সকলে মিলেই মঞ্চ নাটকের প্রচার ও প্রসারে কাজ করতে হবে। টেলিভিশন ফিল্মের অনেক অভিনেতা অভিনেত্রী আছেন যারা মঞ্চ থেকে এসেছেন। তারা যদি দলে আবার সময় দেন এবং যথাযথভাবে প্রচার করা যায় পাশাপাশি ঢাকা শহরের আশপাশের এলাকায় এবং দেশের বিভিন্ন বিভাগীয় ও তার আশপাশের এলাকায় আরও কিছু উন্মুক্ত নাট্যমঞ্চ বা অডিটোরিয়াম স্থাপন করা প্রয়োজন। এতে করে সুবিধা বঞ্চিত অনেক সংগঠন তাদের কার্যক্রম চালাতে পারবে এবং নাটকের দর্শক তৈরিতে বিশেষভাবে সহায়তা করবে। আগামীতে উত্তরায় নাট্যোৎসব বা এ ধরনের আয়োজনের কোন পরিকল্পনা আছে কি? মাহবুব আমীন মিঠু : আগামী ডিসেম্বর উত্তরায় বিজয়ের নাট্যোৎসব শিরোনামে মঞ্চ নাটকের উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে। উৎসবে দেশের বেশ কটি স্বনামধন্য দলকে আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি কিছু নতুন নাট্য দলকেও নাটকের শো করার আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও লোকসঙ্গীত উৎসব, ধ্রুপদী নৃত্য উৎসবসহ বেশ কিছু সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হবে। সাংস্কৃতিক অবকাঠামো শূন্য উত্তরায় বছরব্যাপী সাংস্কৃতিক আয়োজন করছি। তবে এ জন্য সকলের পৃষ্ঠপোষকতা একান্তভাবে কামনা করি। আমরা মনে করি সুস্থ সংস্কৃতি চর্চা ও বিকাশ আমাদের আলোকিত সমাজ, দেশ ও পৃথিবী দিতে পারে। গীতাঞ্জলি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা কী? মাহবুব আমীন মিঠু : সুস্থ সাংস্কৃতিক শিক্ষার লক্ষ্যে ২০০৪ সালে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি এ বছর অক্টোবরে প্রতিষ্ঠার ত্রয়োদশ বর্ষপূর্তি উৎসব পালনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিন দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবে থাকবে দেশের শিল্প সাহিত্য ও সাংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ তিন গুণীকে গীতাঞ্জলি সম্মাননা পদক প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, চিত্র প্রদর্শনী (সকাল বেলার পাখি), মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্য প্রদর্শনী হবে। ইতোমধ্যে বর্ণাঢ্য এই সাংস্কৃতিক উৎসব আয়োজনে গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ যা পরবর্তী সময়ে আপনাদের জানানো হবে। টিভি নাটক ও ফিল্মে নিয়মিত নন কেন? মাহবুব আমীন মিঠু : মূলত গীতাঞ্জলি, থিয়েটার অঙ্গন ও অন্যান্য কাজগুলো নিয়ে প্রচ- ব্যস্ততায় সময় কাটে। তার পরও টেলিভিশনে ভাল স্ক্রিপ্ট ও সময় এবং সুযোগ হলে অবশ্যই অভিনয় করার চেষ্টা করি। গীতাঞ্জলির নাট্যকলা বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে গঠিত যেমনি থিয়েটার অঙ্গন ঠিক তেমনি সঙ্গীত বিভাগের রয়েছে একটি সঙ্গীতের দল। তেমনি নৃত্যকলায়ও আলাদা একটি দল তৈরি করা হবে। যেখানে একাডেমি হতে উত্তীর্ণ শিক্ষার্থীরা সংগঠিত হয়ে একসঙ্গে একটি দল প্রতিষ্ঠা করবে। সকল ব্যস্ততার মাঝেও ভাল স্ক্রিপ্ট, সময় সুযোগ হলে অবশ্যই টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করব। সাজু আহমেদ
×