ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিজ দলের সঙ্গে দূরত্ব বেড়েই চলছে ট্রাম্পের

প্রকাশিত: ০৫:১৯, ৩ আগস্ট ২০১৭

নিজ দলের সঙ্গে দূরত্ব বেড়েই চলছে ট্রাম্পের

নিজ দলের সঙ্গে দূরত্ব বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের সঙ্গে রিপাবলিকান পার্টির সম্পর্কে যথেষ্ট অবনতি ঘটেছে। তারা এখন অনেকটা খোলাখুলিভাবেই তার নির্দেশ অমান্য করছেন। ওয়াশিংটন পোস্ট। টেনেসি থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় সিনেটর লামার আলেক্সান্ডার বলেছেন, এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্টের অধীনে বীমা বাজারে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তিনি ডেমোক্র্যাটিক সহকর্মীদের সঙ্গে কাজ করবেন। উল্লেখ্য, আলেক্সান্ডার শিক্ষা, স্বাস্থ্য, শ্রম ও পেনশন কমিটির প্রধান। ট্রাম্প সিনেটকে দিয়ে এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্ট বাতিল করতে কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাস্থ্যসেবা খাত সংস্কার করে বিলটি পাস করা হয়েছিল। এতে নিম্ন আয়ের লোকজন যেন স্বাস্থ্য বিমা সুবিধা পেতে পারে সে জন্য সরকারী ভতুর্কির ব্যবস্থা রাখা হয়েছে। সরকারের দেয়া এ ভর্তুকি তুলে দেয়া হবে বলে ট্রাম্প ইতোমধ্যেই হুমকি দিয়েছেন। কিন্তু বীমাকারীদের জন্য ভর্তুকির অর্থ দেয়ার জন্য আলেক্সান্ডার হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছেন। এ ইস্যুতে অনেক রিপাবলিকান সদস্যই ট্রাম্পের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছেন। ওবামাকেয়ার নামে পরিচিত ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার বাতিলের কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ট্রাম্প। তিনি এখন চেষ্টা করছেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সিনেটে এ আইন বাতিল করাতে।
×