ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তিন দফা দাবিতে ব্র্যাক ভার্সিটিতে আন্দোলন শুরু

প্রকাশিত: ০৯:১০, ২ আগস্ট ২০১৭

তিন দফা দাবিতে  ব্র্যাক ভার্সিটিতে  আন্দোলন শুরু

স্টাফ রিপোর্টার ॥ কর্মকর্তাদের হাতে শিক্ষককে মারধরের ঘটনায় এবার অভিযুক্তদের বরখাস্তসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থীরা। দুইদিন ধরে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচীর পর মঙ্গলবার তাদের সঙ্গে ক্লাস ছেড়ে রাস্তায় নেমেছেন অনেক শিক্ষকও। তারা রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভের পর একপর্যায়ে দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। বিকেলে অবরোধ তুলে নেয়া হলেও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়েছেন প্রতিবাদকারীরা। প্রতিবাদকারীরা আজকের মধ্যে অভিযুক্ত কর্মকর্তাদের বরখাস্ত, লাঞ্ছিত শিক্ষকের চাকরি পুনর্বহাল এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পরবর্তীতে যাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হয়রানি না করে তার লিখিত ওয়াদা দেয়াÑ এই তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন।
×